নতুন রান্নায় মন দিয়েছেন বনি এবং কৌশানি, ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’ তে কেমন মজবেন দর্শক?

তৃপ্তি, রান্নার সেরা প্রাপ্তি! আর সেই রান্নার মাল মশলা সরবরাহ করে যদি, ‘প্রেম’! তখন সেই তৃপ্তি পার্থিব সকল আরাম বিলাসকে অতিক্রম করে যায়। এমনই এক টক ঝাল মিষ্টি প্রেমের মুখরোচক তৈরি করবেন টলিউডের অন্যতম আকাঙ্খিত জুটি, বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানী মুখার্জী (Koushani Mukherjee)।
কিছুদিন আগেই কৌশানীর জন্মদিনে তাঁরা ঘোষণা করেন তাঁদের নতুন ছবির প্রসঙ্গে। যদিও তখন ছবির নাম জানা যায়নি। কিন্তু কৌশনী তাঁর অনুগামীদের শুভেচ্ছা পেয়ে পাল্টা উপহারেও তাঁদের চমকে দেন।

তিনি জানান, বনির সঙ্গে তিনি একটি সমবেত
প্রযোজনা সংস্থার দায়িত্ব নিতে চলেছেন, যার নাম
‘বিকে এন্টারটেইমেন্ট’ (BK ENTERTAINMENT)।

বলা বাহুল্য, এই দুই শালিকের নামের প্রথম অক্ষর দিয়েই তাঁরা সংস্থার নাম প্রদান করেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসছে তাঁদের প্রযোজিত নতুন ছবির নামও। ‘ডাল বাটি চুরমা (চচ্চড়ি)’ নামের এই ছবিটির নাম শুনলেই বোঝা যাচ্ছে, বাঙালি তথা অবাঙালি হেঁশেলের হাঁড়ির খবর দেবে এই ছবি। বলতে বাকি রাখে না, প্রথম প্রযোজিত ছবিতে, কেন্দ্রেও রয়েছেন টলিউডের এই ‘লাভ বার্ডস’। বনি এখানে অবাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। রাজস্থানি যুবকের চরিত্রে অভিনয় করবেন তিনি। অপরদিকে কৌশাণী বঙ্গ তনয়া । এই দুই ভিন্ন রুচি, ভিন্ন সংস্কৃতির মিশেল, কিভাবে দর্শকদের পেট, থুড়ি মনের পক্ষে তৃপ্তিদায়ক হয়, তারই অপেক্ষায় আছেন সকলে।
হরনাথ চক্রবর্তী পরিচালনার দায়িত্বে রয়েছেন এই ছবির। এছাড়াও রজতাভ দত্ত, খরাজ মুখার্জীর মত তাবড় অভিনেতাদের দেখা পাওয়া যাবে ছবিতে। ছবির নামের মতই ছবি দেখার খিদেতে মজে আছেন বনি কৌশানীর অনুগামীরা। সেপ্টেম্বরে শেষ হবে ছবির শুটিং। তারপর দেখা যাক, কতটা মনের খিদে মেটাতে পারেন বনি এবং কৌশানী তাঁর দর্শকদের!

এছাড়া আরো বিস্তারিত জানতে নিচের ইনস্টাগ্রাম লিংকটি অনুসরণ করুন।

https://www.instagram.com/tv/Cf30W1xsfLJ/?igshid=YmMyMTA2M2Y=

Scroll to Top