স্বস্তিকা মুখোপাধ্যায়, বিতর্ক আর তিনি যেন একে অপরের পরিপূরক! ‘ঠোঁটকাটা ‘ এই অভিনেত্রীর যেকোনো কথাকে ঘিরেই শুরু হয় তুমুল সমালোচনা। কিন্তু অভিনেত্রীর তাতে কোনোও পরোয়া নেই। স্বাধীনচেতা স্বস্তিকার জীবনের আদর্শ, স্বতন্ত্রতা এবং আত্ম উদযাপন! নিজে কখনোও নিয়মের ঘেরাটোপে বন্দী হয়ে থাকতে চাননি। ‘মুক্ত বিহঙ্গ’ হয়ে স্বাধীন আকাশে মেলেছেন তাঁর ডানা। অনুগামীদের উৎসাহও যুগিয়েছেন সেই পথে অগ্রসর হওয়ার।
নিজের মত পোশাক হোক, বা নিজের মত জীবন যাপন, সবকিছুতেই তিনি স্বাধীনতাকে প্রাধান্য দেন। কিছুদিন আগে উন্মুক্ত পিঠ প্রদর্শনের পক্ষে একটি কনটেস্ট শুরু করেন তিনি। যেখনে তাঁর অনুগামী নারীদের বলেন, পিঠ খোলা পোশাক কখনও চরিত্র নির্ধারণ করে না। তাই যেমন খুশি পোশাক পরিধান করা যায়। এবং তাঁর অনুগামীরা যেন সেই উন্মুক্ত পিঠ প্রদর্শন করতে ভয় না পেয়ে, সামনে এগিয়ে এসে ছবি পোস্ট করতে।
এবারেও তিনি তাঁর ‘ব্ল্যাক বিউটি’ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে, একই বার্তা দিয়েছেন। বলেছেন, পৃথিবী শুধু পুরুষের নয়, পৃথিবী হলো তোমার যেখানে তুমি স্বাধীনভাবে এগিয়ে যেতে পারো! তাঁর অনুগামীরাও বরাবরের মত উচ্ছ্বসিত তাঁর এই নিয়ম ভাঙার প্রবণতায়। অনেকেই বাহবা জানিয়ে অভিনেত্রীকে এই মুক্তমনা প্রবণতা নিয়ে এগিয়ে যেতে বলেছেন।


সম্প্রতি ‘শ্রীমতী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। ছবিটি হারিয়ে যাওয়া ‘আমি’ কে খুঁজে পাওয়ার গল্প। সংসারের যাঁতাকলে শ্রীমতী নামের এক গৃহবধূ হারিয়ে ফেলেছেন নিজেকে। কিভাবে আবার তাঁর পুরনো সত্তাকে এবং সেই সত্যকে খুঁজে পাবেন, সেই নিয়েই আবর্তিত হয়েছে ছবিটি।
