WhatsApp সংস্থা উপভোক্তাদের সুবিধা এবং সুরক্ষা প্রদানের জন্য প্রায়ই নতুন নতুন ফিচার যুক্ত করে। এবারে whatsapp এরকমই এক ফিচার আনতে চলেছে যার মাধ্যমে কোনো ব্যাবহারকারী online আছে কিনা তা বোঝার উপায় থাকবে না।
সাধারণত কোনো ব্যাবহারকারী online থাকলে তার contact list এর সবাই তা জানতে পারতো। বর্তমানে হোয়াটসঅ্যাপে কে কখন online হচ্ছে তার নজরদারি করা যায়। কিন্ত WhatsApp যে নতুন feature টি আনতে চলেছে সেটি এক্টিভেট করলে contact list এ থাকা কোনো ব্যাক্তি বা contact list এর বাইরেও কোন ব্যক্তি জানত পারবে না যে ব্যাবহারকারী online আছে। এখানে ব্যাবহারকারী তার গোপনীয়তা বজায় রাখতে পারবে।
বর্তমানে WhatsApp ব্যাবহারকরীদের গোপনীয়তা রক্ষা করার জন্য কিছু feacher যেমন last seen off, personal status hide চালু রেখেছে।
এবার থেকে আপনি নির্বাচন করতে পারবেন কে আপনাকে online দেখতে পারবে, কে পারবে না।