বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং এপ্লিকেশনগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো whatsapp। এই অ্যাপ ব্যবহার করে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করি। whatsapp এর মধ্যে পাঠানো তথ্যের সরকারি স্বীকৃতিও আছে।
তবে কিছু অসৎ ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করে কিছু আপত্তিকর তথ্য অন্যের একাউন্টে পাঠাচ্ছেন। যার ফলে অনেক ব্যবহারকারীকে বিলম্ব না করতে হচ্ছে। এই ধরনের ব্যবহারকারীদের জন্য whatsapp নিয়ে এসেছে এক কঠোর নীতি।
Whatsapp সংস্থা স্বয়ংক্রিয়ভাবে অসৎ ব্যবহারকারীদের চিহ্নিত করছে এবং তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। হোয়াটসঅ্যাপ সংস্থা যদি কোন অ্যাকাউন্ট সাসপেন্ড করে তবে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ,’This Account is not allowed to use Whatsapp’ বার্তাটি নোটিফিকেশন আসবে এবং ব্যবহারকারীর একাউন্টটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
সাম্প্রতিক কালে হোয়াটসঅ্যাপ সংস্থা শত প্রণোদিতভাবে প্রায় ১৬.৬৬ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে।