১১ই ডিসেম্বর TET পরীক্ষা। জেনে নিন TET পরীক্ষার খুঁটিনাটি

আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা দরজায় কড়া নাড়ছে বলাই যায় এই সময়ে। পরীক্ষা দেবার জন্য আবেদনপত্র জমা পড়েছে প্রায় সাতলক্ষ বা তারও বেশি সুতরাং প্রতিযোগিতা ভালোই থাকবে এই পরীক্ষায়। পরীক্ষার অ্যাডমিট কার্ডও (Admit Card) দেওয়া শুরু হয়ে গেছে। অনেকেই ডাউনলোড (Download) করে ফেলেছেন ইতিমধ্যেই আবার অনেকে এখনো নেটওয়ার্ক ইস্যুর (Network Issue) জন্য পারেননি। পরীক্ষা দিতে যাবার আগেই তাই জেনে নিন সমস্ত খুঁটিনাটি।
আগামী ১১ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২:৩০টে অবধি এই পরীক্ষা চলবে। পরীক্ষার হলে ঢোকার জন্য নিয়ে যেতে হবে আপনার পরিচয়পত্র হিসেবে কোনো তথ্য যেমন আধার কার্ড (Adhaar Card), ভোটার কার্ড (Voter Card) বা ড্রাইভিং লাইসেন্স (Driving License)। এর সাথেই দু’কপি অ্যাডমিট কার্ড (Admit Card), যে ছবি দিয়ে আবেদন করেছিলেন সেই ছবি ১ কপি ও কালো কালির বল পেন। এছাড়াও কী কী নিয়ে যাওয়া বারণ সেসব আপনার ডাউনলোড করা অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে।


পরীক্ষার পূর্ণমান ১৫০ এবং থাকবে ৫ টি বিষয়। বিষয়পিছু থাকবে ৩০ নম্বর। সব প্রশ্ন আসবে মাল্টিপল চয়েসে (Multiple Choice)। প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১ নম্বরের ও কোনো নেগেটিভ মার্কিং (Negetive Marking) থাকবে না তাই সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন। হতেই পারে যে এইভাবে আপনি সকলের থেকে বেশি নম্বর পেয়ে পাশ করে গেলেন।
যাঁরা এখনো নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তাঁরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) www.wbbpe.org তে গিয়ে তৃতীয় অপশনে (Third Option) ক্লিক করে দুটো নতুন অপশন পাবেন। তার মধ্যে Online Application for Teacher Eligibility Test 2022 এ ক্লিক করবেন। এরপর Print/Download Admit Card এ ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) এবং জন্মতারিখ (Date of Birth)) দেবেন। এরপর আপনার অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
টেট পরীক্ষাতে পাশ করতে গেলে আপনাকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতেই হবে। সংরক্ষিত (Reserved) প্রার্থীরা ৫ শতাংশ ছাড় পাবেন নম্বরের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৯০পেলে পাশ এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৮২ পেলেই পাশ। সমস্ত প্রশ্নের উত্তর তাই করে আসবেন। কোনো নেগেটিভ মার্কিং নেই তাই সুবিধা পাবেন।


ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন এতে ভুলভ্রান্তি কম হয়। অনেকেই এমন আছেন যারা অঙ্কে কাঁচা। তাঁরা অন্য বিষয়গুলিতে বেশি নম্বর তোলার চেষ্টা করবেন যাতে অঙ্কে নম্বর কম পেলেও অন্য বিষয়ে বেশি নম্বর থাকার জন্য আপনার বিশেষ কোনো সমস্যা না হয়। হতেই তো পারে যে ১-২ নম্বরের জন্য আপনি এগিয়ে গেলেন! দীর্ঘ ৬বছর পর এই পরীক্ষা ও নিয়োগ হচ্ছে তাই এই সুযোগ হাতছাড়া করবেন না কেউ। সকলের জন্য শুভকামনা রইলো।

Scroll to Top