এখনকার দিনে মোবাইল ফোনের পাশাপাশি প্রায় অনেকের কাছেই রয়েছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ। বিভিন্ন রকম দরকারি কাজে যেমন অফিসের কাজ, পড়াশোনার কাজে মানুষ কম্পিউটার ব্যবহার করে থাকে। পাশাপাশি অনেকে শখের বসে ভিডিও এডিটিং বা অন্যান্য ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কম্পিউটার কেনেন।
আপনার যদি কম্পিউটার থেকে থাকে, তাহলে এই ৯ টি সফটওয়্যার আপনার কম্পিউটারে রাখতে পারেন। এগুলি আপনার অনেক কাজকে খুব সহজ করে দেবে। পাশাপাশি আপনার এক্সপেরিয়েন্সও সহজ করবে।
গুগল ক্রোম: এটি একটি ওয়েব ব্রাউজার। কম্পিউটারের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়েব ব্রাউজার হল গুগল ক্রোম। গুগল এবং অন্যান্য ওয়েবসাইট গুলি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে।
মাইক্রোসফট অফিস: যদি আপনি কোন অফিসিয়াল কাজ করতে চান, তাহলে মাইক্রোসফট অফিস খুবই দরকারি একটি সফটওয়্যার। এখানে আপনি লেখালিখি, প্রজেক্ট তৈরী ইত্যাদি বিভিন্ন রকম কাজ করতে পারবেন।
এডোব ফটোশপ: ছবি এডিট করার জন্য, ছবিতে বিভিন্ন রকম এফেক্ট আনার জন্য সবথেকে সেরা অ্যাপ হলো অ্যাডোব ফটোশপ।
ওয়ার্ডপ্রেস: এটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেগুলি পরিচালনা করতে পারবেন। বিভিন্ন ওয়ার্ডপ্রেসে একাউন্টে কোন লেখা পোস্ট করা লেখা এডিট করা ইত্যাদি কাজও এখান থেকে করা যায়।
এডোব আইরন: এখানে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং সাউন্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান করতে পারবেন।
ফাইলজিলা: ফাইল ম্যানেজমেন্ট সংক্রান্ত যেকোনো রকম সমাধান আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে পাবেন।
ভিএলস্টো: এটি একটি ভিডিও প্লেয়ার। বিভিন্ন রকম ভিডিও চালানোর জন্য এই সফটওয়্যারটি খুবই উপকারী।
উইনআম্প: এটির মাধ্যমে সাধারণত গান শোনা হয়। পাশাপাশি এই সফটওয়্যারটিকে আপনি মিউজিক লাইব্রেরী হিসেবেও ব্যবহার করতে পারবেন।
ফায়ারফক্স: গুগল ক্রোমের মতো এটিও একটি ওয়েব ব্রাউজার। এখান থেকে আপনি গুগল এবং অন্যান্য ওয়েবসাইট গুলি অ্যাক্সেস করতে পারবেন।
আরো অনেক Software আছে, যেগুলি আপনার PC এর জন্য খুবই দরকারি। তবে সেগুলি নিয়ে পরবর্তী কোনো প্রতিবেদনে জানানো হবে।