সকল শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা করে দিচ্ছে রতন টাটা। জানুন বিস্তারিত।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে উপকারের জন্য প্রায়শই অনুদান দিয়ে থাকে রাজ্য ও কেন্দ্র সরকার। এবারে সেখানে সংযোজন রতন টাটার। ছাত্রছাত্রীদের ৫০ হাজার টাকা করে অনুদান দিতে চলেছেন তিনি। কিভাবে এই অনুদান পাওয়া যাবে এবং কী কী লাগবে সেসব বিস্তারিত জানানো হলো।

যে অনুদানের সম্পর্কে বলছি সেটি হলো Tata Capital Pankh Scholarship যা প্রতি বছরই টাটার পক্ষ থেকে দেওয়া হয়। প্রধানত দেশের গরিব পরিবার থেকে আসা মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে থাকে টাটা ট্রাস্ট গ্রুপ। এই স্কলারশিপের জন্য আবেদন করলে কোর্স অনুযায়ী ন্যূনতম ১২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।

স্কলারশিপটির জন্য কারা কারা আবেদন করতে পারবেন?
১) ষষ্ঠ শ্রেণী থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত যেকেনো কোর্সের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
২) যেহেতু এই স্কলারশিপ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রদান করা হয় তাই আবেদনকারী বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছেন তার আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ন্যূনতম ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ৪ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) Tata Trust এর কর্মচারি এমন ব্যক্তির ছেলে-মেয়েরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।

বৃত্তির পরিমাণ কত?
ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা আশি শতাংশ কোর্স ফি পেয়ে যাবেন। এই স্কলারশিপে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ ১২,০০০ পাবেন শিক্ষার্থীরা। স্নাতক ডিগ্রি (BA/B.Sc./BBA/B.Com) ও Diploma (Engineering & Medical) তে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারাদের বছরে সর্বোচ্চ ২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে টাটা ট্রাস্ট গ্রুপ। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও আইনের মতো প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে বার্ষিক সর্বোচ ৫০,০০০ টাকা দিয়ে থাকে Tata Group।

আবেদন প্রক্রিয়া:
১) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
২) টাটা স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে আবেদনকারীকে

https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme – এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


৩) এই ওয়েবসাইটে গিয়ে আপনার Course সিলেক্ট করে Apply Now এ ক্লিক করুন। এখন একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করিয়ে নিতে হবে।


৪) সব শেষে এবারে আপনার ডিভাইসের স্ক্রিনে অনলাইন আবেদন পত্রটি খুলে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে। এখন Term & Conditions এর চেকবক্স ক্লিক করে দরখাস্ত সাবমিট করুন।

কী কী তথ্য লাগবে?
১) আবেদনকারীর যেকোনো সচিত্র পরিচয়পত্র
২) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৩) শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) কোথাও নতুন ভর্তি হয়ে থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভর্তির স্লিপ।
৫) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৭) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
৮) যদি আবেদনকারী বিশেষরূপে সক্ষম হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র।

নিয়োগ পদ্ধতি:
১) এই স্কলারশিপের জন্য নির্দিষ্ট ক্লাসে পাঠরত পড়ুয়াদের একটা Merit List প্রস্তুত করা হবে সবার প্রথমে।
২) এরপর মেধা তালিকায় থাকা Shortlisted প্রার্থীদের Telephonic Interview এর মাধ্যমে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে।
৩) উত্তরের ঠিকভুল এর নির্ভরযোগ্যতা এবং সম্পূর্ণ মেধা তালিকার ওপর ভিত্তি করে টাটা স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়ে থাকে।

কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অক্টোবর মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ করুন।

Scroll to Top