পড়ুয়াদের জন্য বড়ো উপহার রাজ্য সরকারের। এবার থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে এবার থেকে ১০ হাজার টাকা! বিস্তারিত জেনে নিন।

রাজ্য সরকার একের পর এক প্রকল্প তৈরি করে চলেছেন। ছাত্র ও ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে এই উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকারের তরফে এই বছরের শিক্ষক দিবসে শুরু করা হচ্ছে একটি প্রকল্প।এই নয়া প্রকল্পের জন্য আর্থিক সহায়তা পাবেন পড়ুয়ারা যাতে তাদের পড়াশোনা করতে পারে।

কি সেই সাহায্য? কারা পাবেন এই সহায়তা? আসুন জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা ২০২১ সালের ছাত্রছাত্রী, তাঁদের থেকেই শুরু হচ্ছে এই প্রকল্প! পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা করে অনুদান। আগামী প্রজন্ম যাতে পড়াশোনার ক্ষেত্রে তাঁদের সমস্ত স্বপ্ন সফল করতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সূত্রের খবর যে প্রতি বছরের মতো আজ অর্থাৎ এই শিক্ষক দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন যাতে তিনি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে স্মার্টফোন বা ট্যাব কেনার অর্থ প্রদান করবেন।

অর্থাৎ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পেয়ে যাবেন তাঁদের অ্যাকাউন্টে নগদ ১০ হাজার টাকা। তবে অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসায় অধ্যয়নরত একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা পাবেন।

আবেদন প্রক্রিয়া:
পড়ুয়াদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না।যোগ্য শিক্ষার্থীদের নমুনা সরকারের কাছে স্কুলগুলো থেকেই আসবে।
তথ্য যাচাইয়ের পরে, বেছে নেওয়া শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ তরুণ স্বপ্ন প্রকল্পের অধীনে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন Smartphone/Tablet/PC কেনার জন্য।

Scroll to Top