বন্ধুদের মধ্যে হামেশাই হাসি, আড্ডা, ইয়ার্কি, মজা চলতেই থাকে। বর্তমানে এইরকম হাসি মজার নাম দেওয়া হয়েছে prank, বর্তমানে ইউটিউব খুললে অনেক prank এর চ্যানেল পাওয়া যায়। রাস্তাঘাটে, বা কোনো জনবহুল এলাকায় কারো সাথে মজা করে সেটি ভিডিওগ্রাফি করাকে এখন prank হিসেবে চেনে সবাই।
আজকে আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন এর ব্যাপারে জানাবো, যেটির মাধ্যমে আপনি আপনার যে কোন বন্ধুদের সাথে prank করতে পারবেন।
অ্যাপ এর নাম: Jokes phone
প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন।
প্রথমে অ্যাপ এ ঢুকে আপনার মোবাইল ডাটা অন করতে হবে।
প্রাঙ্ক করার বেশ কিছু ক্যাটাগরি আপনার সামনে আসবে।
যেমন পিজ্জা ডেলিভারি, অনলাইন কেনাকাটি, ক্রিকেট সংক্রান্ত ব্যাপার, Why did you call my Girlfriend? – এমন অনেক ধরনের প্রাঙ্ক ওখানে পেয়ে যাবেন।
যেকোনো একটিতে সিলেক্ট করার পর আপনাকে নম্বর বসানোর একটি জায়গাতে নিয়ে যাওয়া হবে।
আপনার কন্টাক্ট এ থাকা যে কোন একটি বন্ধুর নম্বর সিলেক্ট করতে পারবেন।
সাবমিট করার পর আপনার বন্ধুর মোবাইলে ওই প্রাঙ্ক সম্পর্কিত একটি কল যাবে।
আপনার বন্ধুর সাথে সেই অটোমেটিক রেকর্ডেড prank কলের কি কথোপকথন হচ্ছে, তা সমস্ত কিছু রেকর্ড করে নেবে এই অ্যাপ।
আপনার বন্ধু কলটি কেটে দেওয়ার পরে রেকর্ড হওয়া ফাইলটি আপনাকে পাঠিয়ে দেবে এই অ্যাপ।
এই ফাইলটি আপনার বন্ধুকে পাঠিয়ে তার সাথে মজা করতে পারেন এবং চমকে দিতে পারেন।