“একেন” ম্যাজিকে মত্ত বিশ্ব! শুধু বাঙলাতেই নয়, দুনিয়ার মানুষ সাক্ষী হবেন রাজস্থান সফরের

স্বল্প কেশ, রসবোধ সমৃদ্ধ, ভোজন-রসিক এক বাঙালি একেন্দ্র সেন। যাঁর হাবভাব দেখলে বোঝার জো নেই, তাঁর মগজাস্ত্রের ধারে কুপোকাত হয়ে যান দুঁদে অপরাধীরাও। তিনি গোয়েন্দা। অথচ তাঁর ঘরোয়া চাল চলনের কারণে তিনি বাঙালির কাছে হয়ে উঠেছেন স্নেহের ‘একেন বাবু’। প্রয়াত লেখক সুজন দাশগুপ্তের সৃষ্ট এই চরিত্রটি বইয়ের পাতা ছেড়ে বেশ কিছু বছর আগে পর্দায় যাত্রা করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ (Ruddhaswas Rajasthan) ছবিটি। পয়লা বৈশাখের প্রাক্কালে এই ছবির মুক্তির সঙ্গে রয়েছে বাঙালিদের জন্য এক বিশেষ উপহার। শুধু কলকাতাবাসী বাঙালি নন, দেশ তথা বিশ্বের যেকোনও প্রান্তের বাঙালিই এবার রাজস্থানে একেন বাবুর সফরসঙ্গী হয়ে উঠতে পারবেন।

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’। বাঙালিরা যে চির গোয়েন্দা-প্রেমী তা নিয়ে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) প্রথম ‘একেন বাবু’র সঙ্গে তাঁদের পরিচয় হতেই, সখ্য গড়ে উঠতে বেশি সময় লাগেনি। পৃথিবীর যেকোনও প্রান্তে বসেই বাঙালিরা তাঁদের এই নতুন, পর্দার ‘রক্ষাকবচ’কে আপন করে নেন। কিন্তু বড় পর্দায় ‘একেন বাবু’র সফর শুরু হলে, কলকাতাবাসী ছাড়া অন্য বাঙালিদের তাঁর সফরসঙ্গী হয়ে ওঠার সুযোগ কমে যায়। কিন্তু এই ছবির প্রযোজক সংস্থা এসভিএফ তাই এবারে কারুর মনঃক্ষুন্ন হওয়ার অবকাশ রাখেনি। বাঙালির নববর্ষের প্রাক্কালে, এই ছবি পশ্চিমবঙ্গ ছাড়াও, দেশ তথা বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। এমনকী, এই ছবির কলাকুশলীরা পয়লা বৈশাখের দিন উপস্থিত হয়েছিলেন মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে। সেখানে গিয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে ‘একেন বাবু’কে নিয়ে উন্মাদনা, সকলের মন ছুঁয়ে গেছে। এমনকী এই তিনদিনেই প্রায় এক কোটির মত ব্যবসা করে ফেলেছে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’। নতুন বছরেই বক্স অফিস মজে উঠেছে একেন-ম্যাজিকে।

‘রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিটি দামী এবং সংরক্ষিত মূর্তি হারানোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অবসর যাপনের হেতু হিসেবে একেন বাবু এবং তাঁর দলবল রাজস্থানের উদ্যেশ্যে গেলে, ঘটনাক্রমে জড়িয়ে পড়েন চুরি যাওয়া সম্পদের তদন্তে। একেন বাবুর ভূমিকায় যথারীতি রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। তাঁর দুই সহচর হিসেবে উপস্থিত সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), সোমক ঘোষ (Somak Ghosh)। বিশেষ চরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত (Rajatava Dutta) এবং সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *