ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বলা হয়েছিল ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং গ্রাহকদের ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তবে ৩১ মার্চের মধ্যেও বহু গ্রাহকেরা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি। সকলের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী ৩০ জুন ২২৩ তারিখ পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা যাবে।
সম্প্রতি অনেক গ্রাহকদের মোবাইলে VM-CentralGovt নামের একটি নম্বর থেকে মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে যে, যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করা হয়ে থাকে, তাহলে এই লিংকে ক্লিক করুন। লিংকে ক্লিক করলে একজন সরকারি আধিকারিক আপনার বাড়ি পৌঁছে গিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে দেবে।
এছাড়া বহু গ্রাহককে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে তারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন কিনা। যদি তারা লিংক না করিয়ে থাকেন , তাহলে তাদের মোবাইলে একটি OTP পাঠানো হচ্ছে এবং সেই ওটিপিটি বলতে বলা হচ্ছে। তারপরেই সরকারি আধিকারিকরা গ্রাহকদের বাড়ি গিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে দেবেন এমনটা বলা হচ্ছে।।
তবে এই পুরো বিষয়টি স্ক্যামারদের একটি নতুন স্ক্যাম। সাধারণত প্রবীণ নাগরিকদেরই টার্গেট করা হচ্ছে কারণ এই সমস্ত বিষয়ে তাদের বাহ্যিক জ্ঞান কম থাকে। একবার ওটিপি বললেই ধাপে ধাপে ২৫ হাজার , ৫০০০০ টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এছাড়া মেসেজে পাঠানো লিংকে ক্লিক করলেও ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে অনেক টাকা।
ইতিমধ্যে এমন বহু অভিযোগ জমা পড়েছে থানায়। কলকাতার বহু বাসিন্দাদের মোবাইল থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে স্ক্যামাররা। কলকাতা পুলিশ আধিকারিকরা এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করছেন এবং গ্রাহকরা যাতে কোন অচেনা লিঙ্কে ক্লিক না করেন এবং কাউকে ওটিপি না বলেন সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে।