২০০৮ সালে বড় পর্দায় অভিষেক হয়, রাহুল ব্যানার্জীর। ছবির নাম, ,’চিরদিনই তুমি যে আমার’। বিপরীতে oviniy করেন নবাগতা প্রিয়াঙ্কা সরকার। ২০১০ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৩ সালে কোল আলো করে আসেন ছোট্ট সহজ। নয় নয় করে কেটে গেছে নয়টি বছর। সহজ এখন বেশ বড়। হাতে খড়ি হতে চলেছে তাঁর বড় পর্দায়। পরিচালক, তাঁর বাবা রাহুল। এ যেন উপরি পাওনা! রাহুলেরও হাতে খড়ি হচ্ছে পরিচালক হিসেবে, তাই তাঁর প্রথম ইনিংসেই মাঠে নামবেন, পুত্র সহজও। ছবির নাম ‘কলকাতা96’।
‘৯৬ এর কলকাতাকেই কেন্দ্র করে আবর্তিত হবে এই ছবি। গত ৮ জুলাই এই ছবির লোগো প্রকাশ হয়েছিল। সেদিন ছিল ‘মহরাজ’ সৌরভ গাঙ্গুলির জন্মদিন। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে, রাহুলের বয়ানে যে এই ছবির এক বিশেষ অংশ জুড়ে রাজ করবেন আমাদের মহারাজ। ছিয়ানব্বইয়ের কলকাতার আমেজের সঙ্গে, ক্রিকেটের আবহও মিলে মিশে একাকার হবে। যার সংযোগ স্থাপন করবেন, স্বয়ং ‘দাদা’! রাহুল নিজে সৌরভ গাঙ্গুলির বড় ভক্ত। ‘দাদাগিরি’ তে এসে, মহারাজের জন্য লিখেছিলেন চিঠিও। তাই তাঁর প্রথম ছবিতে চুটিয়ে ‘স্পেস’ দিয়েছেন ৯৬ সালের ‘দাদা’র কেরিয়ারকেও।
এছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার প্রমুখ। দর্শক যারপরনাই উত্তেজিত রাহুলের এই প্রথম ইনিংসের সাক্ষী থাকার জন্য। তাঁর সঙ্গে স্বয়ং রাহুল পুত্র সহজ দোসর।
পুরনো কলকাতা, দাদার ১৯৯৬ সালের ঐতিহাসিক সেঞ্চুরি, সব মিলিয়ে দর্শক যে সেই দারুন নস্টালজিয়ায় ফিরে যাবেন, তা আর বলতে বাকি রাখে না।