Bengali Movie News:
নয় নয় করে, ইন্ড্রাস্ট্রিতে সতেরোটা বসন্তের চৌকাঠ পেরোলেন দেব (Dev Adhikari)। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে রুপোলি জগতে হাতে খড়ি হয়, দীপক অধিকারী, ওরফে আজকের প্রজন্মের ‘সেনসেশন’ দেবের। তারপর একের পর এক পর্দায় ছক্কা হাঁকিয়ে গেছেন সকলের প্রিয় এই ‘চ্যাম্প’। দর্শকদের সঙ্গে ‘লাভ এক্সপ্রেস’ চড়ে পাড়ি দিয়ে, সফল হয়েছেন ‘চাঁদের পাহাড়’ থেকে ‘আমাজন অভিযান’ এর মত রোমহর্ষক সফরে। ‘বিন্দাস’ এই জীবনে, হয়ে উঠেছেন অনুগামীদের ভালো থাকার ‘টনিক’।
অভিনেতা হিসেবেই শুধু নয়, ঘাটালের সংসদ তথা একজন মানুষ হিসেবে তিনি ‘দেবদূত’ হয়ে উঠেছেন। প্রথম দিকে ‘পাগলু’, ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’, ‘পরান যায় জ্বলিয়া রে’ এর মত টিপিক্যাল বানিজ্যিক ছবিতে অভিনয় করলেও, বেশ কিছু বছর তিনি তাঁর ছবির জঁর পরিবর্তন করেছেন। নায়ক থেকে হয়ে উঠেছেন অভিনেতা। খলনায়ককে ঘায়েল করে টিপিক্যাল ‘হিরোইজম’ এর কনসেপ্ট থেকে নিজেকে মুক্ত করে, উদ্যত হয়েছেন নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করতে। তাই তো ‘বুনো হাঁস’, ‘আরশিনগর’, ‘জুলফিকার’, ‘গোলন্দাজ’, ‘টনিক’ ‘প্রজাপতি’ র মত ছবি উপহার দিয়ে চলেছেন দর্শককে।
সম্প্রতি এই রুপোলি জগতে পূর্ন হল দেবের সতেরোটি বছর। বিশেষ এই দিনে তিনি দারুন সুখবর ঘোষণা করলেন তাঁর অনুগামীদের জন্য। খুব শীঘ্রই তাঁর প্রযোজনা সংস্থা নির্মাণ করতে চলেছে, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্পকে কেন্দ্র একটি নতুন ছবি। সেই ছবির ঘোষনা দেব সামাজিক মাধ্যমে করে জানান, “ইন্ড্রাস্ট্রিতে সতেরো বছর কেটে গেল। সেই সুবাদে আমি আমার পরবর্তী কাজ সম্পর্কে ঘোষনা করতে চলেছি।” শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ অবলম্বনে তৈরি হবে দেবের পরবর্তী ছবি, যেখানে তিনি স্বয়ং ব্যোমকেশ বক্সীর ভূমিকায় ধরা দিতে চলেছেন। আবির চ্যাটার্জী, অনির্বাণ ভট্টাচার্যের পর এবার দেব আসবেন সত্যান্বেষীর ভূমিকায়। ইতিমধ্যেই তাঁর আসন্ন ছবি ‘বাঘা যতীন’ এ নামভূমিকায় অভিনয় করার সৌজন্যে, তাঁর চরিত্রের ছবি প্রকাশ হতেই আলোড়ন সৃষ্টি হয়েছে ভক্ত মহলে। তার ওপর ব্যোমকেশ হিসেবে তাঁকে পাওয়া, তাঁর ভক্তদের কাছে মেঘ না চাইতেই জল! দেব এই সুখবরটি জনমাধ্যমে প্রকাশ করতেই অনুগামীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স। ছবির বাকি কলাকুশলী এবং পরিচালক সম্পর্কে অভিনেতা না জানালেও, দর্শকরা সত্যবতী হিসেবে দেব-প্রেয়সী রুক্মিণী মৈত্রকেই (Rukmini Maitra) দেখতে চেয়েছেন।