পুজোর পরেই টেটের (TET) এর আবেদন শুরু। টেটের সিলেবাস জানেন কি?

আগামী ডিসেম্বরের (December) ১১তারিখ। মোট ১১হাজার শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়েছে। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। পাঁচবছর পর টেটের (TET) এই বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ।
কী কী থাকবে টেটের (TET) সিলেবাসে (Syllabus)? থাকছে সব MCQ প্রশ্ন। কী কী থাকছে?
থাকছে অঙ্ক ৩০ নম্বরের, ইংরেজি ৩০ নম্বরের, বাংলা ৩০ নম্বরের, পরিবেশ ৩০ নম্বরের, শিশু বিকাশ ও পেডাগোজি ৩০ নম্বরের। অঙ্কতে থাকছে মিশ্রণ, গড়, শতাংশ, লাভ-ক্ষতি, লসাগু-গসাগু, দূরত্ব ইত্যাদি। ইংরেজিতে থাকছে আর্টিকল, প্রিপোজিশন, ভোকাবুলারি, ভার্ব, এডভার্ব ইত্যাদি। বাংলাতে থাকছে লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, সমাস, পদ ইত্যাদি। পরিবেশে থাকছে জল, বাসভূমি, পরিবেশ আইন, বর্জ্য পদার্থ ইত্যাদি। শিশু বিকাশ ও পেডাগোজিতে থাকবে শিখন ও শিক্ষণের মূল প্রক্রিয়া, শিখনের সমস্যা, প্রজ্ঞা ও প্রক্ষোভ, ভাষায় শিক্ষণ ইত্যাদি।


১৫০ নম্বরের পরীক্ষা। ৬০% পেলে পাশ (কোয়ালিফাইড), ৫৫% নম্বর সংরক্ষিত (Reserved) প্রার্থীদের জন্য। ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড (B.Ed), উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন (২০২০-২০২২ সাল অবধি পাশ)। জেনারেল ক্যাট্যাগরির (General Category) প্রার্থীদের টেট (TET) পাশ হতে গেলে ৬০ শতাংশ নম্বর পেতেই হবে আর সংরক্ষিত প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর পেলেই পাশ বলে গণ্য হবে। আবেদন হবে অনলাইনে (Online)। আগামী ২১শে অক্টোবরে পর্ষদের ওয়েবসাইটে (Website) আবেদনপত্র পাওয়া যাবে। NCTE (National Council for Teachers Education) এর গাইডলাইন (Guideline) মেনেই পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। জেনারেল ক্যাট্যাগরির (General Category) প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদনের ফি লাগবে এবং সংরক্ষিত প্রার্থীদের (Reserved Category) লাগবে ১০০ টাকা আবেদনের ফি হিসেবে।


এখনো পর্যন্ত এরকমই জানা গেছে পর্ষদের তরফ থেকে। বিস্তারিত জানতে হলে পর্ষদের ওয়েবসাইট দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *