ফের টেটের সিলেবাস ও গাইডলাইনের পরিবর্তন! জেনে নিন বিস্তারিত


আবারও পরিবর্তন হলো ‘টেট’ (TET) এর সিলেবাস (Syllabus) ও গাইডলাইনের (Guidelines) এবং সম্পূর্ণভাবে প্রকাশ পেলো নতুন সিলেবাস (Syllabus)/ও গাইডলাইন (Guidelines)। আগামী ১১ই ডিসেম্বর হতে চলেছে প্রাথমিকের ‘টেট’ (TET) পরীক্ষা। পর্ষদ থেকে জানানো হয়েছে যে পরীক্ষার সিলেবাস (Syllabus) প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে হলেও প্রশ্ন হবে মাধ্যমিক স্তরের।
এছাড়াও বলা হয়েছে যে, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবারের পরীক্ষায় কোনোরকম নেগেটিভ মার্কিং (Negetive Marking) নেই এবং সকল প্রশ্নই হবে এমসিকিউ (MCQ) ধরনের। পর্ষদ জানিয়েছেন যে, এবছর প্রাথমিকের ‘টেট’ (TET) এ মোট পাঁচটি বিষয়ে উপরে পরীক্ষা হবে। সেগুলি হলো-
১. শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব
২. ভাষা ১(বাংলা, হিন্দিসহ সাতটি)
৩. ভাষা ২ অর্থাৎ ইংরেজি
৪. পরিবেশ বিদ্যা
৫. অঙ্ক
প্রতিটি বিষয়েই মোট নম্বর থাকবে ৩০ নম্বর। পুঁথিগত প্রশ্ন ছাড়াও কিভাবে শিশুকে পড়ানো হবে তার ওপরেও প্রশ্ন থাকবে। এই প্রসঙ্গে বোঝানোর জন্য পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেছেন যে, যেমন অঙ্কে ৩০ নম্বরের মধ্যে ১৫ নম্বর থাকবে বিষয়ভিত্তিক ও বাকি ১৫ নম্বর থাকবে শিশুদের কিভাবে পড়ানো হবে সেই নিয়ে।
আরো বলা হয়েছে যে ‘টেট’ (TET) পরীক্ষায় একবার পাশ করলে তার মেয়াদ থাকবে সারাজীবন। হ্যাঁ, তবে প্রার্থী নম্বর বাড়াবার জন্য ফের পরের বারে পরীক্ষায় বসতেই পারেন। এর সঙ্গেই পরীক্ষাহলে কোন কোন জিনিস নিয়ে ঢোকা যাবেনা সেটিও পরিষ্কারভাবে বলা হয়েছে। পরীক্ষার হলে ঘড়ি (Watch), মোবাইল (Mobile), ক্যালকুলেটর (Calculator) ইত্যাদি এমনকি সোনার গয়না পরেও ঢোকা যাবে না।
বিস্তারিত জানতে হলে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন যেটি হলো-

https://wbbprimaryeducation.org www.wbbpe.org

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *