• Please enable News ticker from the theme option Panel to display Post

ডাক্তারের বদলে AI চিকিৎসক BOT, পরীক্ষামূলকভাবে হাসপাতালের কাজেও গুগলের AI !

ডাক্তারের বদলে AI চিকিৎসক BOT, পরীক্ষামূলকভাবে হাসপাতালের কাজেও গুগলের AI !

বর্তমানে সোশ্যাল মিডিয়া, গুগল, ইন্টারনেটের সর্বত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চর্চা হয়ে চলেছে। সাধারণ মানুষ যে কাজ করতে বেশ অনেকটা সময় নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই কাজ মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই করে দেয়। এজন্য অনেকেই বিকল্প হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা মনে করছেন।

বর্তমানে সারা বিশ্বে নিয়ে তুমুল হৈচৈ চলছে CHATGPT নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট হিসাবে CHATGPT এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। বহু মানুষ তাদের ব্যক্তিগত বহু কাজে এই চ্যাট বট ইউজ করছেন এবং অনেক উপকৃত হচ্ছেন।

সম্প্রতি চিকিৎসাবিষয়ক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার শুরু করলে গুগল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বটের ব্যবহার করা হচ্ছে।

স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মেড-পাল্ম ২ নামের একটি প্রযুক্তি গত এপ্রিল মাস থেকে বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হচ্ছে।

চলতি বছরের মে মাসে একটি ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার কথা ঘোষণা করে গুগল। সেটির উপর ভিত্তি করে তৈরি হয় চ্যাট বট বার্ড।

ওয়াল স্ট্রিট এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, সমস্ত দেশে চাহিদা তুলনায় চিকিৎসকের সংখ্যা কম আছে, বিশেষভাবে সেই সমস্ত জায়গায় এই বট মডেলটি মানুষের উপকারের কাজে ব্যবহার করা হবে।

মেড-পাল্ম ২ বড় বড় চিকিৎসা বিশেষজ্ঞ তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। বর্তমানে এটিকে আরো উন্নত করার কাজ চলছে। চ্যাটবট বার্ড, বিং এবং চ্যাটজিপিটির তুলনায় মেড-পাল্ম আরো বেশি উন্নত হতে চলেছে বলে দাবি করেছে একাধিক প্রযুক্তি সাইট।

গবেষণাতে অংশ নেওয়ার কয়েকজন ডাক্তার মেড-পাল্ম ২ এর জবাবে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন, যা লার্জ ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেল গুলোতে অহ রহ ঘটছে।

তবে রোগের ব্যাখ্যা করা, তথ্য প্রমাণ খুঁজে বের করা সহ অন্যান্য ক্ষেত্রে এই নতুন প্রযুক্তিটি মানব ডাক্তার দের সমান বা তার থেকেও বেশি নির্ভুল জবাব দিচ্ছে।

লেখা: তন্ময় দেবনাথ

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *