রাজ্যের স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদের জন্য ইংরেজিতে ও হিন্দিতে লিখতে ও পড়তে জানতে হবে অবশ্যই। প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরিতে থাকা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যাবে। যে পদের জন্য আবেদন করা হবে তার নাম Primary Teacher/Post Graduate Teacher/Trained Graduate Teacher! ইংরেজি, হিন্দি, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এই পদের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ পোস্ট গ্র্যাজুয়েট এবং বি.এড নিয়ে পাশ করে থাকলে তবেই আবেদন করা যাবে। এছাড়াও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
এছাড়া আরেকটি পদের জন্য আবেদন নেওয়া শুরু হতে চলেছে যে পদের নাম হলো Nursery Trained Teacher! এই পদে আবেদনের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ নার্সারি টিচার্স ট্রেনিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে অবশ্যই এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
এগুলি ছাড়াও আরেকটি পদ যার নাম Special Educator, তার জন্য আবেদন নেওয়া শুরু হতে চলেছে। এই পদের জন্য প্রার্থীকে বি.এড সহ এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে। উপরোক্ত পদ এবং এই পদ, দুটির ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড়ের সুযোগ আছে।
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর সমস্ত দরকারি কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস্ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে একটি মুখবন্ধ খামের ওপর কোন পদের জন্য আবেদন করছেন তা বড়ো বড়ো করে লিখে পাঠাবে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ঠিকানাটি হলো-
The Executive Director
Air Force School
Barrackpore, Bengal Enamel
North 24 Parganas
Pin-743122
আবেদনের শেষ তারিখ ৭ই জানুয়ারি, ২০২৩ সাল।