আরো বাড়বে ফোন খরচ; সমস্ত রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর পথে এয়ারটেল!

‘দামের তুলনায় অনেক বেশি ডেটা পাচ্ছেন গ্রাহক’, এই কারণকে সামনে রেখে দাম বাড়ানোর ঘোষণা করলেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান।

ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে 5G পরিষেবা চালু করেছে এয়ারটেল। 5G এলে যে পরিষেবার মূল্য বাড়বে তা অনেকেই ধারণা করেছিলেন। তবে এবার সত্যিই গ্রাহকদের খরচ বাড়তে চলেছে সেই ইঙ্গিত দিলেন চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল।

গতমাসেই বেড়েছে এয়ারটেল এর নুন্যতম প্ল্যানের দাম। 57% বেড়েছে ২৮ দিনের রিচার্জ এর খরচ। ৯৯ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা হয়েছে খরচ। তবে এবার থেকে কল,ডাটা সহ সবরকম পরিষেবার খরচ বাড়াতে চলেছে এয়ারটেল। মধ্যবিত্তদের জন্য যা অবশ্যই একটি খারাপ খবর।

সংস্থার চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল জানান, তাদের সংস্থায় ক্যাপিটাল রিটার্নের হার খুব কম হয়েছে এ বছর। এই কারণে দাম বাড়ানোর ভাবনা করছে এয়ারটেল। তিনি আরো বলেন, মানুষ যে হারে অন্যান্য জায়গায় টাকা খরচ করছে,সেই তুলনায় এয়ারটেল এর এই শুল্কবৃদ্ধি অনেকটাই কম।

মূল্যবৃদ্ধি নিয়ে আরো যুক্তি দিয়েছেন চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তিনি বলেন দামের তুলনায় অনেক বেশি ডেটা পাচ্ছেন গ্রাহক, তাছাড়া কর্মীদের বেতন বেড়েছে। নামমাত্র খরচে গ্রাহকরা ৩০জিবি ডাটা পাচ্ছে প্রতিমাসে।

সম্প্রতি অনেকটাই লসে চলছে কোম্পানি।সেই খরচ তুলতে ভরসা গ্রাহকরাই। নূন্যতম প্ল্যানের খরচ যেমন প্রায় ৬০% বাড়ানো হয়েছে, সেই হিসাবে ৪০০ টাকার রিচার্জ এর খরচ বেড়ে হতে পারে ৬৪০ টাকার কাছাকাছি। তবে কতটা খরচ বাড়বে সেই ব্যাপারে এখনও জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।

ভারতী এয়ারটেল লিমিটেড বা এয়ারটেল একটি ভারতীয় বহুজাতিক টেলিযোগাযোগ পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান। ভারতের নতুন দিল্লিতে অবস্থিত এই সংস্থা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা, ১৮ টি দেশে এবং চ্যানেল দ্বীপপুঞ্জে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। এই দাম বৃদ্ধির পর গ্রাহক সংখ্যা কমবে না বাড়বে সেটাই দেখার বিষয়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *