লঞ্চের আগেই ফাঁস হয়ে গেলো Infinix Note 30i এর অসাধারণ সমস্ত ফিচারগুলো!

কমদামের মধ্যে ভালো ফিচার ওয়ালা ফোনগুলির মধ্যে বর্তমানে অন্যতম মোবাইল হল ইনফিনিক্স। বর্তমানে বহু গ্রাহকরা অন্যান্য কোম্পানিগুলি ছেড়ে ইনফিনিক্স মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কারণ এগুলির দাম অপেক্ষাকৃত কম এবং ফিচার অপেক্ষাকৃত বেশি। এছাড়া মোবাইলের স্টোরেজ অন্যান্য ফোনের তুলনায় বেশি পাওয়া যায় দামের তুলনায়।

গতবছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল Infinix Note 12। তারপরেই Infinix কোম্পানি Note 30 সিরিজের স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছিল বলে জানা গিয়েছিল। বেশ কয়েকটি অনলাইন সংস্থার রিপোর্টে সেই Infinix Note 30i মোবাইলেরই ফিচার প্রকাশ্যে এলো।

আসন্ন Note 30 সিরিজে আরেকটি মডেলও থাকবে। এর একটি ভ্যারিয়েন্ট গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায়ও দেখা গেছে।

Infinix Note 30 VIP এবং Infinix Note 30i এর মডেল নম্বর হলো X6710 এবং X6833B। এছাড়া গুগল প্লে সাপোর্টেড তালিকায় থাকছে X6716B মডেলের আরো একটি ভ্যারিয়েন্ট।

জানা যাচ্ছে যে এই মোবাইলে থাকছে ৫০০০ MAH পাওয়ার এর ব্যাটারি। আরো থাকবে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট। গ্রাহকরা অল্প সময়ের মধ্যেই মোবাইল ফুল চার্জ করে ফেলতে পারবেন।

Infinix Note 30i মোবাইলে থাকবে ফুলএইচডি+ ডিসপ্লে। হেলিও জি৯৯ চিপসেট প্রসেসর দ্বারা চালিত হবে এই মোবাইল। এর ফলে গ্রাহকরা বেশ স্মুথ ভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন এবং গেমিংয়ের ক্ষেত্রেও মোবাইলটি খুবই উপযোগী হবে।

এতে থাকছে ৫০০০ মেগা আম্পিয়ার ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,১৬ পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। আরো জানা যাচ্ছে যে এই মোবাইলে থাকবে ৮ জিবি ram সাপোর্ট। স্টোরেজ বেশি হবার কারণে ফোন ল্যাগ করা সম্ভবনাও কম।

নোট ৩০ মোবাইলটি কবে বাজারে প্রকাশ হবে বা কবে লঞ্চ করা হবে সেই ব্যাপারে সংস্থার তরফ থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে, চলতি মাসের মধ্যেই নোট ৩০ এর কোন একটি মোবাইল বাজারে লঞ্চ করতে পারে ইনফিনিক্স সংস্থা।

Scroll to Top