টেট প্রার্থীদের জন্য আরো এক সুখবর! প্রশিক্ষণপ্রাপ্তি না ঘটলেও মিলবে পরীক্ষায় বসার সুযোগ। জেনে নিন বিশদে


দীর্ঘ পাঁচবছর পরে টেটের (Tet) বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। পরীক্ষাও হবে বছরের শেষেই। চলতি মাসেই আবেদন করতে পারেন প্রার্থীরা। এবার এর সাথে জুড়লো আর একটি খুশির খবর! টেটে (Tet) বসার জন্য ডি.এল.এড (D.El.Ed) অথবা বি.এড (B.Ed) কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত না হলেও হবে এবার! এমনই একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ যাতে এটাই বলা হয়েছে যে টেটে (Tet) বসার জন্য শুধুমাত্র ডি.এল.এড (D.El.Ed) অথবা বি.এড (B.Ed) কোর্সে ভর্তি হলেই হবে। শুধুমাত্র ভর্তির প্রমাণপত্র (Proof) থাকতে হবে।
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক হিসেবে স্থান পেতে গেলে বেশ কিছু প্রশিক্ষণ বাধ্যতামূলক। ডি.এল.এড (D.El.Ed) ও বি.এড (B.Ed) তার মধ্যেই পরে যার মধ্যে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয় শিক্ষার্থীরা। এন.সি.টি.ই (N.C.T.E) বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের (National Council of Teacher Education) গাইডলাইন মেনেই এই নিয়ম তৈরি হয়েছে। এবার সেই নিয়ম সংশোধন করা হলো নিয়ম মেনেই।
সেই নতুন নিয়মটিই জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। যাতে বলা হয়েছে যে ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড (B.Ed) কোর্সে ভর্তি যাঁরা হচ্ছেন নতুন, তাঁরাও সমানভাবে যোগ্য এই পরীক্ষায় বসার জন্য। আগামী ২১শে অক্টোবর থেকে চাকরীপ্রার্থীরা আবেদন করতে পারবেন নতুন বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী। এর ফলে অনেকে সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।


বর্তমানের অবস্থায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করার কথা বলে আশ্বাস দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal)। সেটারই মরিয়া চেষ্টা চলছে, এমনটাই মনে করা হচ্ছে। সে যাই হোক না কেন, এবার আরো বেশি সুযোগের ‘দরজা’ খুলে দেওয়া হলো রাজ্যের বহু চাকরীপ্রার্থীদের জন্য আর এতে সবার মুখেই হাসি ফুটেছে। সবার স্বপ্ন সফলতা পাক, এই আমাদের আশা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *