আশির দশকের রক্তাক্ত শিবপুরকে এবার বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। একজন সাধারণ গৃহবধূর অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে ‘মাফিয়া কুইন’ হয়ে ওঠা, এবং এই পরিস্থিতিকে দমন করবার সকল রকম প্রচেষ্টার ছবি ফুটে উঠবে আসন্ন ছবি “শিবপুর” (Shibpur) এ। আলোচ্য ‘মাফিয়া কুইন’ এর চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee), এবং পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)।
বেশ কিছু বছর আগে পর্যন্ত হাওড়ার শিবপুর এলাকাটি কুখ্যাত হিসেবেই গণ্য হত সাধারণ নাগরিকদের কাছে। বাম আমলের সময় অর্থাৎ আশির দশকে এই অঞ্চলের যে ভয়ানক রূপ দেখেছিল বাংলা, সেই বিভীষিকা এখনও বয়ে নিয়ে চলেন এখানকার অধিবাসীরা। সেই সময়ে, বাম এবং কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়েছেন অনেক সাধারণ নিরপরাধ মানুষ। অপরাধীদের আখড়া হয়ে ওঠে এই স্থান। অরিন্দম ভট্টাচার্য তাঁর ছবিতে সেই দুর্নীতিগ্রস্ত শিবপুরের চিত্রই অঙ্কন করবেন। একজন সাধারণ গৃহবধূ ঠিক কোন কারণে অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে হিংসাত্মক পথটি বেছে নেন, সে রহস্যও উদঘাটিত হবে ছবিতে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুলতান সিং নামের এক পুলিশ অফিসারের আগমন ঘটবে। এই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জী।
এই ছবি নিয়ে মাঝে অনেক রকম বিতর্ক দানা বাঁধে। এই ছবির প্রযোজকের অভব্য আচরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তাই ছবি মুক্তির তারিখ বেশ পিছিয়ে যায়। সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে, ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন কলাকুশলীরা। এই ছবিতে স্বস্তিকা এবং পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), রজতাভ দত্ত (Rajatava Dutta) , মমতা শঙ্কর (Mamata Shankar), সুস্মিতা চ্যাটার্জী (Susmita Chatterjee), সুজন মুখার্জী (Sujan Mukherjee), রাজদীপ সরকার (Rajdeep Sarkar) প্রমুখ। আগামী ৩০ জুন বড় পর্দায় আশির দশকের সেই অপরাধ-প্রবণ শিবপুরের সাক্ষী হবেন দর্শক মহল।