নভেম্বর জুড়ে, গানের সুরে, মঞ্চ মাতাতে আসছেন আরমান মালিক

সঙ্গীতপ্রেমীদের নিঃসন্দেহে ‘পেহেলা পেয়ার’ এই মুহূর্তে আরমান মালিক। গানের জাদুতে প্রেম না করা ছেলেটি বা মেয়েটিকে প্রেমে ফেলার পর তাঁরা কিন্তু আরমানকেই বলে ওঠেন ‘ওয়াজা তুম হো’। ২৮ বছর বয়সী এই কনিষ্ঠ গায়ক নভেম্বর জুড়ে তাঁর মিষ্টি গানের সুরে মাতিয়ে রাখবেন ভারতবাসীকে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন এবং তাঁর সুরের জাদুতে আচ্ছন্ন করে তুলবেন শ্রোতাদের।

আগামী ২০ নভেম্বর ওয়েষ্টসাইড প্যাভিলিয়নে সন্ধ্যে ৭টা থেকে অনুষ্ঠিত হবে তাঁর গানের অনুষ্ঠান। ‘বুক মাই শো’তে মাত্র ৯৯৯ টাকায় বিক্রয় হবে অনুষ্ঠানের টিকিট। টিকিট একবার কাটলে পরে বাতিল করা যাবে না। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব এবং কোভিড বিধি।

Arman Malik

১৯৯৫ সালে ২২ জুলাই জন্ম হয় আরমানের। মাত্র ৪ বছর বয়স থেকে শুরু করেন গানের তালিম নিতে। দশ বছরের মধ্যেই শাস্ত্রীয় সঙ্গীতে পোক্ত হয়ে ওঠেন ক্ষুদে আরমান। বলিউডে একের পর এক রোম্যান্টিক মেলোডিয়াস গানে তাঁর মাতিয়ে রাখতে জুড়ি মেলা ভার। কলকাতাকে তাঁর সুরের জাদুবলে মোহিত করতে আসা নিয়ে উত্তেজিত তাঁর অনুগামীরা।

Scroll to Top