আমি মহিলা শিল্পী বলে আমায় নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়; ইমন চক্রবর্তী

‘পুত্রর্থে ক্রিয়তে ভার্যা’, অর্থাৎ সন্তান উৎপাদকের যন্ত্র হিসেবে নারী, এমনটাই মনে করা হত এককালে। বলা বাহুল্য, শুধু মনে করাই নয়, এমনটাই যাপন হত সমাজে। নারীদের অবস্থান ছিল কেবল অন্দরমহলে, সকল দৃষ্টির আড়ালে। চৌকাঠের বাইরে পা রাখা ছিল তাঁদের কাছে ঘোরতর পাপ। তাঁদের এই হেন অবস্থার উন্নতি সাধনের জন্য, অনেকদিন ধরেই নারী জাতির প্রতি অন্যায়ের বিরুদ্ধে সমাজ সংস্কারকরা সরব এবং সোচ্চার হয়েছেন। চিত্রটি এই যুগে দাঁড়িয়েও যে পরিবর্তিত হয়েছে, তা ভাবা ভুল। এখনও আধুনিকতার মোড়কে ঘটে চলেছে একের পর নারী নিগ্রহের ঘটনা। পরিবারে হোক, সমাজে হোক, নারীরা যেন এখনও ভোগ্য ‘পণ্য’! রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) উদ্যোগে, সম্প্রতি একটি নারী কল্যাণমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লীনা গঙ্গোপাধ্যায় বাংলা ধারাবাহিক তথা চলচ্চিত্রের জগতের এক প্রধান স্তম্ভ। তাই তাঁর অনুষ্ঠানে ছিল তারকা সমাবেশও। অভিনেতা তথাগত মুখার্জী থেকে অভিনেত্রী দেবলীনা দত্ত, গায়িকা ইমন চক্রবর্তীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইমন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা ভাগ করে নিয়েছেন আমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গে।

Iman Chakraborty

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা, ইমন চক্রবর্তী (Iman Chakraborty) অনুষ্ঠানের কিছু বিশেষ মুহুর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর সামাজিক মাধ্যমে (Social Media)। শিল্পীদের সংগ্রামের (Struggle) প্রসঙ্গে তিনি বলেছেন, লক্ষ্যে পৌঁছনোর পরেও শিল্পীদের লড়াই আরও বেড়ে যায়, কারণ সেই সময় তাঁর আকাঙ্খা থাকে এর চেয়েও কঠিন লক্ষ্যে অগ্রসর হওয়ার। কিন্তু গায়িকা কখনও সেই এগিয়ে যাওয়ার পদক্ষেপকে কোনও মতেই ‘সংগ্রাম’ বলতে রাজি নন। বরং তিনি এই লক্ষ্য পূরণের উদ্যেশ্যে যাত্রাকে অধ্যবসায় বা একটি সুন্দর স্বপ্ন হিসেবেই মনোনীত করেছেন, যাকে বাস্তবে সফল করে তুলতেই হবে। এরই সঙ্গে তিনি আরও যোগ করেন একজন শিল্পী হিসেবে তাঁর অবস্থানের কথা। দুঃখজনকভাবে, এই সমাজ এখনও শিল্পীদের লিঙ্গ-বিশেষেই বিভেদ সৃষ্টি করেন। এখনও ইমন একজন নারী হওয়ার দরুন, রাত করে বাড়ি ফিরলে তাঁর পাড়া প্রতিবেশী তাঁর পরিবারের কাছে জবাবদিহি চায়। সংকীর্ণ সমাজের আঙ্গুল তাঁর দিকেই তাক করা থাকে। ২০২৩ এর মত যুগে দাঁড়িয়েও, তাঁর শৈল্পিক গুণকে গৌণ রেখে, তাঁর পোশাক পরিচ্ছদ নিয়ে প্রশ্ন করা হয় সমাজের পক্ষ থেকে।

Iman Chakraborty

গায়িকার আক্ষেপ, যতদিন পর্যন্ত একজন নারীকে সমাজ, শুধু একজন মানুষ হিসেবে না দেখবেন ততদিন এই সমাজ কোনওমতেই পরিণত বা পরিবর্তিত হবে না। শিল্পী নয়, বরং একজন নারী হওয়ার দরুন তাঁকে বারংবার বিভিন্ন রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বক্তব্যের শেষে গায়িকা ‘আলোকের এই ঝর্ণাধারায়’ গানটি গেয়ে, সমাজের প্রতিটি মানুষের উদ্যেশ্যে, মানসিক সকল মলিনতা ধুইয়ে দেওয়ার বার্তা প্রদান করেন।

Iman Chakraborty
Scroll to Top