স্মার্টফোনের যুগে সকলের হাতের এখন মোবাইল। আর এই মোবাইল চার্জ দেওয়ার জন্য বাজারে রয়েছে বিভিন্ন ধরণের চার্জার। তবে সম্প্রতি ইউরোপে এই চার্জার নিয়ে এক নতুন নিয়ম জারি করা হলো। গত মঙ্গলবার ইউরোপীয় সংসদ (European Parliament) নতুন নিয়ম (New Rules) জারি করেছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
নতুন নিয়মে সমস্ত ডিভাইসের জন্য একক USB-C চার্জিং পোর্ট (Common Charger Port) চালু করার সিন্ধান্ত নিয়েছেন আইন প্রণেতারা। এর বিপক্ষে ভোট দিয়েছেন ১৩জন সদস্য। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বে এই প্রথম মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য একটি একক চার্জিং পোর্ট চালু করতে চলেছে, যা আগামী ২০২৪ সালের মধ্যে চালু হয়ে যাবে। আগামী দিনে অর্থাৎ ২০২৬ এর মধ্যে ল্যাপটপের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এর জন্য নির্মাতাদের বেশ কিছু সময় দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে অনেক সংস্থা ইউএসবি-সি টাইপ (USB-C Type) চার্জার বাবহার করছে। এই নিয়ম স্যামসাং, হুয়াওয়ে সহ অন্যান্য ডিভাইস নির্মাতাদের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে এই নিয়ম অ্যাপলকে আইফোন
(iPhone) এবং অন্যান্য ডিভাইসের জন্য চার্জিং পোর্ট পরিবর্তন করতে বাধ্য করবে। ইউরোপে সবচেয়ে
বেশি বিক্রি হয় অ্যাপলের (Apple)
ইলেকট্রনিক ডিভাইস।সেই
Apple সংস্থার উপরও এই নিয়মের প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলছেন, যদি ক্রেতাদের
USB-C ছাড়া
US কোম্পানির নতুন
ইলেকট্রনিক গ্যাজেট কিনতে উৎসাহিত করে, তবে অ্যাপলের উপর সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব
পড়বে।
ব্লুমবার্গ থেকে প্রকাশিত একটি রিপোর্টে (Blumberg Report) বলা হয়েছে, অ্যাপলের আইফোন ডিভাইস গুলিতে লাইটনিং ক্যাবল প্রতিস্থাপনের জন্য USB-C চার্জার পরীক্ষা করছে ওই সংস্থা। তবে ইউরোপীয় ইউনিয়নের সিন্ধান্ত অ্যাপলের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও এই নিয়ম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির রায় দান এখনো বাকি রয়েছে। ২০২৩ সালের শুরুতে এ নিয়ে আইন রচনা করা হবে। একক চার্জার নীতি অ্যাপলকে প্রভাবিত করলেও, গ্রাহকদের এতে সুবিধাই হবে।