ট্র্যাফিক জ্যাম হতে বাধ্য! হুঁশিয়ারি ‘ড্রিম গার্ল’ আয়ুষ্মানের

“ট্র্যাফিক জ্যাম হোনেওয়ালা হে, কিউকি ড্রিম গার্ল পূজা আনেওয়ালি হে…” এমনই এক হুঁশিয়ারি বার্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন আয়ুষ্মান খুরানা (Aayushmaan Khurrana)। নেটিজেনদের বুঝতে বাকি থাকে না, এটি কীসের ইঙ্গিত! কারণ এই বার্তার সঙ্গে একটি ছবিও প্রেরণ করেন বড় পর্দার ‘ভিকি ডোনার’। আসলে তাঁর অভিনীত আসন্ন ছবি, ‘ড্রিম গার্ল 2’ (Dream Girl 2) এর জন্যই এমন ‘হুঁশিয়ারি’ বার্তা। তবে এই বার্তার কোনও বাস্তবতা নেই, নিছকই মজার ভঙ্গিতে ছবির প্রচারের কৌশল।

আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সেই ছবির ভাবনা নিয়েই এক নতুন রূপে আসছে ‘ড্রিম গার্ল 2’। সেই ছবিতে একজন কল সেন্টারের কর্মী হিসেবে অভিনয় করেন আয়ুষ্মান। কাস্টমারদের সঙ্গে ফোনে নারী কণ্ঠে কথা বলতেন তিনি। ফলে সেই কণ্ঠের প্রেমে পড়ে তাঁদের বোকা বনতে বেশি সময় লাগেনি। এইভাবেই কার্য সিদ্ধি করতেন আয়ুষ্মান খুরানা অভিনীত চরিত্রটি। ‘ড্রিম গার্ল 2’ ছবিতে আর ফোনের আড়ালে নয়, একেবারে শারীরিক ভাবে নারীর রূপ ধারণ করে মানুষকে বোকা বানাবেন করমবীর, ওরফে আয়ুষ্মান।

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, ক্রেডিট কার্ডের বিল তিন মাস ধরে টাকার অভাবে বকেয়া রেখেছেন করমবীর। এদিকে বিল ভরে দেওয়ার জন্য তাঁর কাছে আসতে থাকে একের পর এক ফোন। প্রাথমিক ভাবে নারী কণ্ঠে ফোনের ও প্রান্তে থাকা ব্যক্তিকে বোকা বানালেও, টাকার অভাব সত্যিই তাঁর জীবনে গুরুতর হয়ে ওঠে। নারী কণ্ঠে কথা বলতে পারার গুনকে কাজে লাগিয়েই তিনি খুঁজে পান উপায়। ঠিক করেন, এবার নারীর রূপ ধরে পুরুষদের মন জয় করে উপার্জন করবেন অর্থ। হয়ও তাই। রাতারাতি পুরুষদের ‘ড্রিম গার্ল’ হয়ে ওঠে করমবীরের নারী অবতার ‘পূজা’।

এই ছবিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা পান্ডে (Ananya Panday)। এছাড়াও ছবিটি যে আদ্য প্রান্ত হাসির রসদে পরিপূর্ন থাকবে তা ট্রেলারেই বোঝা গেছে। ছবিটিতে রয়েছেন অনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, আসরানীর মত বিশিষ্ট কৌতুক অভিনেতারা। বিশেষ চরিত্রে রয়েছেন ‘পাতাললোক’ খ্যাত অভিষেক ব্যানার্জী এবং ‘কোটা ফ্যাক্টরি’ খ্যাত রঞ্জন রাজ। রাজ শান্ডিল্যর পরিচালনায় ‘ড্রিম গার্ল 2’ আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *