দুনিয়া যত ডিজিটাল হচ্ছে প্রতারণার সম্ভবনা তত বাড়ছে। স্মার্টফোন একদিকে যেমন মানুষের কাজ সহজ করে দিয়েছে। অন্যদিকে স্মার্টফোনেই লুকিয়ে রয়েছে ফাঁদ। কত রকম ফাঁদ যে রয়েছে, তা হয়তো অনেকেই জানেন না। একই ভাবে বিভিন্ন নাম্বার থেকে ফোন করেও আপনাকে প্রতারণার জালে ফেলতে পারে। কিছুদিন ধরে +৯২ কোড থেকে অনেকের ফোনেই কল বা মেসেজ আসছে (Fake Call & Message) । প্রলোভন দেখাচ্ছে মানুষকে। আপনিও এই প্রতারণার শিকার হতে পারেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিয়ে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচান।
বেশ কিছুদিন ধরে+92 কোড দিয়ে যে ফোনগুলি আসছে সেগুলি সাধারণত বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে। এই ফোন কলের মূল উদ্দেশ্য হলো মানুষকে যে কোন উপায়ে ফাঁদে ফেলে প্রতারিত করা।হ্যাকাররা ভুল উদ্দেশ্য নিয়ে ভারতীয় নাগরিকদের কল ও মেসেজ করছে। বিশেষ করে এই ফোন কলের মাধ্যমে মানুষজন আর্থিক ভাবে প্রতারিত হচ্ছেন। এবারে প্রশ্ন আসছে এই ফোনগুলি করছেন কারা এবং কোথা থেকে হচ্ছে।+92 কোড আসলে পাকিস্তানের কোড অর্থাৎ এই কোড দিয়ে যে ফোন কল গুলি বা মেসেজগুলি আপনার মোবাইলে আসছে সেগুলি আদতে পাঠাচ্ছে পাকিস্তানের হ্যাকাররা। এই হ্যাকারদের পাকিস্তানি বলার কারণ, যে নম্বরগুলি থেকে কল বা মেসেজ আসছে, সেগুলির কোড +৯২।
৯২ কোড যুক্ত মোবাইল নম্বর ফোন বা মেসেজ করে ওই ব্যক্তি নিজেকে KBC দলের সদস্য বলে দাবি করেছিলেন। মানুষকে ফোন করে বলা হচ্ছে ওই ফোনের মালিক KBC অল ইন্ডিয়া সিম লাকি ড্র প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এবং এর জন্য 25 লাখ টাকার লটারি জিতেছেন। তাকে একটি বিকল্প নম্বরও দেওয়া হচ্ছে। যে নম্বরটি ভারতীয় নম্বর। এই নম্বরে যোগাযোগ করে পুরস্কার সংগ্রহ করার কথা বলা হচ্ছে। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস (Bank Account Details) জেনে নিচ্ছেন। ফলে আপনার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংকের টাকা যেকোনো মুহূর্তে সাফ হতে পারে।
এ থেকে খুবই সাবধান। এই ফাঁদ থেকে বাঁচতে হলে কি করবেন? জেনে নিন । +৯২কোড সহ নম্বরগুলি থেকে আসা হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলগুলির কোনো উত্তর দেবেন না। +৯২ নম্বর থেকে কোনো মেসেজ আসলে তা সঙ্গে সঙ্গে রিপোর্ট ও ব্লক করুন। আইফোন ইউজাররা – iphone_web@support.whatsapp.com এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা – android_web@support.whatsapp.com-এ মেল করে এই নম্বরের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।