Hindi Movie News:
রাজার রাজত্বে, কিই না হয়! তাই তো আমাদের কাছে রূপকথার গল্প বেশি আপন হয়ে ওঠে। সেখানে যে একের পর এক স্বপ্ন রঙা ইচ্ছে, পুর্নতা পায়। শাহরুখ খান, এমন এক নাম, যিনি বাস্তবেও রূপকথার সোনার কাঠির ছোঁয়া ছুঁইয়ে দেন। তখন মনে হয়, রাজা হওয়া তাঁর সার্থক! নাহলে কি আর এমন ব্যক্তিক্রমী তিনি হতেন!
স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে, কি এমন করলেন ‘বাদশা’? করেছেন, এমন কিছু করেছেন যা অন্যান্য মানুষদের স্বপ্নে আসাও কল্পনাতীত। বিশ্ব জুড়ে চলছে এখন বিশ্বকাপের মরশুম। ফুটবল প্রেমীদের কাছে এ এক উৎসব। সাধারণ মানুষ থেকে তারকারাও পাড়ি দিয়েছেন সুদূর কাতারে। ফুটবলের যাদুকরদের ম্যাজিকে যখন মোহিত, সেই সময় আমাদের ভারতীয় ‘বাজিগর’ কিং খান, ঘটালেন এক দারুন অভিনব কীর্তি। দীর্ঘ চার বছরের বিরতির পর তিনি বড় পর্দায় ফিরছেন তাঁর আসন্ন ছবি ‘পাঠান’ নিয়ে। এই ছবির প্রচার খোদ ‘বাদশা’ করবেন ফিফার মঞ্চে।
শাহরুখ খানের কদর মধ্যপ্রাচ্য এবং আরবের দেশগুলিতে বেশ প্রকট। তাঁর ছবিই দেশের সঙ্গে বিদেশের মাটিতে দারুন ভাবে জনপ্রিয় হয়। একমাত্র ভারতীয় হিসেবে বুর্জ খলিফাতেই তাঁর জন্মদিনে, তাঁর নামে ‘লেজার শো’ এর আয়োজন করা হয়। তাঁর এই প্রভাব দেখে তিনি নিজেই দারুন গর্ব বোধ করেন। তাই তো সেই সুযোগের সৎ ব্যবহার করতে তিনি সাওয়ং উদ্যত হয়েছেন। তিনি চেয়েছেন তাঁর ছবির মুক্তির কথা জানাবেন সারা বিশ্বকে। তাই আগামী ১৮ ডিসেম্বর তিনি উপস্থিত হবেন জিও সিনেমার স্টুডিওতে। ফিফা সম্পর্কিত সম্প্রচার সেখান থেকেই করা হয়ে থাকে। দুনিয়া যখন আরও একবার, শেষবারের মত মেসি ম্যাজিকে সাক্ষী হতে থাকবেন, কিং খানও তখন তাঁর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে থাকবেন।
ভারতের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেখানে নানারকম ভারতীয় বিনোদনের অনুষ্ঠানে গিয়ে ছবির প্রচার করে থাকেন, সেখানে কিং খান সত্যিই তাঁর রাজকীয় মেজাজ নিয়ে , রাজকীয় ভঙ্গিতে ফিফার মঞ্চে উপনীত হবেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাঠান’ ছবির গান, ‘বেশরম রং’। দীপিকা পাডুকোনের সাহসী এবং বলিষ্ঠ অবতারে আত্মপ্রকাশ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখ খান এবং দীপিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে।