টেস্ট পরীক্ষার আগে নয়া নিয়ম মাধ্যমিকের! পাল্টে গেলো ২০২৩ সালের মাধ্যমিকের নিয়ম! বিশদে জানুন….


আর বেশিদিন দেরি নেই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination)। কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষাও (Test Examination) শুরু হতে চলেছে। এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) নিয়ম বদল নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো ‘পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ'(WBBSE)! মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষের দিকেই। তার আগেই নতুন নির্দেশিকা জারি! এর মাধ্যমে শিক্ষার্থীরা বেশ কিছু বাড়তি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।


২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ (Special Needy) শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ (Special Needy) শিক্ষার্থীরা পরীক্ষায় স্কেচ পেন (Sketch Pen) ব্যবহার করতে পারবে চাইলে। যাদের চোখে সমস্যা আছে, তারা চাইলে প্রয়োজনমতো ‘ম্যাগনিফাইং গ্লাস’ (Magnifying Glass) বা ‘আতস কাঁচ’ ব্যবহার করতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে পরীক্ষার হলে বেশি সময় পাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ (Special Needy) শিক্ষার্থীরা। ইন্টারপ্রিটার (Interpreter) বা রাইটার নিতে পারবে প্রয়োজন হলে।
নতুন নিয়ম অনুযায়ী, নবম শ্রেণী পাশ করেছে এমন কাউকে দিয়ে লেখাতে পারবেন ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ (Special Needy) শিক্ষার্থীরা। তবে সেইক্ষেত্রে টাকা তাদেরই দিতে হবে। তাদের পরীক্ষায় কোনোরকম মানচিত্র (Map) বা চিত্র অঙ্কন করতে হবেনা। উল্লেখ্য যে, তাদের কোনোরকম পরীক্ষার ফি দিতে হবেনা।


‘বিশেষ চাহিদাসম্পন্ন'(Special Needy) শিক্ষার্থীদের জন্য পৃথক চেয়ার-টেবিলের ব্যবস্থা থাকবে। তারা অসুস্থবোধ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে চিকিৎসার। জানা যাচ্ছে যে, তুলনায় কম ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ (Special Needy) শিক্ষার্থীরা পরীক্ষায় বসছে, তাই এই নতুন ব্যবস্থা।
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) রুটিন একনজরে-
১. ২৩ ফেব্রুয়ারি, ২০২৩(বৃহস্পতিবার)- প্রথম ভাষা
২. ২৪ ফেব্রুয়ারি, ২০২৩(শুক্রবার)- দ্বিতীয় ভাষা
৩. ২৫ ফেব্রুয়ারি, ২০২৩(শনিবার)- ভূগোল
৪. ২৭ ফেব্রুয়ারি, ২০২৩(সোমবার)- ইতিহাস
৫. ২৮ ফেব্রুয়ারি, ২০২৩(মঙ্গলবার)- জীবনবিজ্ঞান
৬. ০২ মার্চ, ২০২৩(বৃহস্পতিবার)- গণিত
৭. ০৩ মার্চ, ২০২৩(শুক্রবার)- ভৌতবিজ্ঞান
৮. ০৪ মার্চ, ২০২৩(শনিবার)- ঐচ্ছিক বিষয়
এবারের মাধ্যমিক পরীক্ষা হবে পুরো সিলেবাস অনুযায়ী এবং হবে বাইরের স্কুলে। ২০২৩ সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষার সকল ছাত্রছাত্রীদের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। অল্ দ্য বেষ্ট।

Scroll to Top