ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার জয়, বাঙালির ‘রিঙ্কু’র মুখে বাংলা বুলিতে মজল নেট দুনিয়া

এক পাহাড়ি রাস্তা, আর আঁকা বাঁকা পথ দিয়ে টয় ট্রেনের গতির সঙ্গে তাল মেলাচ্ছে একটি গাড়ি। দুজনেই সমান ভাবে এগোচ্ছে, কিন্তু দৌড়চ্ছে প্রেম এবং সেই প্রেমের মুহুর্ত। তৈরি হল আইকনিক গান, ‘মেরে সপ্ন কি রানী..’। নায়ক রাজেশ খান্না প্রেম নিবেদন করছেন কাজল নয়না হরিণী শর্মিলা ঠাকুরকে। এই গান, এই দৃশ্য, একেবারে ঝড় বইয়ে দিল।

সেই ‘স্বপ্ন কি রানী’ সম্প্রতি এলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। তাঁর রূপের জোৎস্নায় আলোকিত হয়ে উঠেছিল পারিপার্শ্বিক মহল। প্রবীণ অভিনেত্রীর রূপ কিন্তু এখনও যৌবনের মতই প্রানবন্ত। প্রতিযোগী থেকে বিচারক, সকলকেই, তাঁর ‘ মাস্তানা ‘ রূপ দিয়ে বার্ধক্যেও ‘দিওয়ানা’ বানাচ্ছেন।

এক প্রতিযোগীকে, নিজের হাতে তাঁর মত চোখ এঁকে দেওয়া থেকে শুরু করে বাংলায় কথা বলার মত বিভিন্ন মিষ্টি মুহুর্ত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক বাঙালি প্রতিযোগী তাঁকে জানান যে তিনি তাঁকে ‘কাকিমা’ সম্বোধন করতে চান, শর্মিলাও উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানান। তাঁদের এই মিষ্টি মুহূর্তকে আরও জমাট করতে শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণও বাংলা কথা বলতে শুরু করেন। মা বাঙালি হলেও তাঁর বাবা হিন্দুস্তানি। তাই বাংলায় সেভাবে তিনি সাবলীল ছিলেন না। তখনই শর্মিলা ঠাকুর মিষ্টি কথা দিয়ে তাঁকে বুঝিয়ে দেন, যে তাঁরা যদি বাঙালি হয়ে হিন্দিতে গিয়ে হিন্দি শিখতে পারেন, সেখানে আদিত্যর অরিজিন যেখানে অনেকটাই বাংলাকেন্দ্রিক, তাহলে তিনি কেন ঠিক মতন বাংলা বলতে পারলেন না!

এই কথা শুনে সমালোচনা বা বিতর্কিত ভঙ্গিতে নয়, ভীষণ স্পোর্টিংলি সকলে হাততালি দিয়ে ওঠেন। বাঙালির রিঙ্কু, তথা আজকের নবাব গৃহিণী শর্মিলার মুখে বাংলা কথা শুনে, সকলেই ফিরে যান পুরনো দিনগুলিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *