‘ব্রম্ভাস্ত্র’ মুক্তি পেয়েছে ৯ই সেপ্টেম্বর। জেনে নিন,সারাদেশ জুড়ে কেমন ব্যবসা করছে

চলতি বছরটি বলিউডের (Bollywood) জন্য ভালো যাচ্ছে না। এখনো পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ ছবিই সফল ভাবে ব্যাবসা করতে পারেনি। এরই মাঝে বহুপ্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র'(Brahmastra) গত ৯ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukherjee)। ছবিটি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার শিরোনামে ছিল। শুধু তাই নয়, বয়কটের ডাকও দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে নির্মাতারা ছবিটি নিয়ে অনেক আশায় ছিলেন প্রথম থেকে। অনেকেই ভেবেছিলেন এই ছবির হাত ধরে বলিউডের বেহাল দশা ঠিক হবে। ছবিটি মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই ছবিটি প্রথম দিন সাফল্যের সঙ্গে ব্যাবসা করেছে। দ্বিতীয় দিনের আয়ের রিপোর্ট উঠে আসলো। এখনো পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির বক্সঅফিস কালেকশান(Box-office Collection) কত হলো? তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন। 'ব্রহ্মাস্ত্র' ছবির মধ্যে দিয়ে অনেকটাই হাল ফিরতে শুরু করেছে বলিউডের। ছবিটি বেশ ভালো পরিমান আয় করছে। ছবিটি সাফল্যের সঙ্গে বক্সঅফিসে দোলা দিয়েছে। দ্বিতীয় দিনে(Second Day)পারফরম্যান্স বজায় রেখে এটি ৪৩ কোটি টাকারও বেশি আয় করতে সফল প্রমাণিত হয়েছে। এখনো পর্যন্ত ছবিটি ৮০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। অয়ন মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিটির প্রথম দিনে সাফল্যের সঙ্গে আয় করেছে। এই ছবির হিন্দি সংস্করণটি প্রথম দিনের বক্সঅফিস কালেকশন ছিল প্রায় ৩২ কোটি টাকা। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চন্ডীগড়ের মতো শহরগুলিতে আয়ের সেরা পারফরম্যান্স দেখা গেছে। তবে রাজস্থান এবং বিহারে আশানুরূপ আয় করতে পারেনি ছবিটি। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি রণবীর কাপুর(Ranbir Kapoor) ও আলিয়া ভাট(Alia Bhatt)। অন্যদিকে মেগাস্টার অমিতাভ বচ্চনকে(Amitabh Bachchan) ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। এছাড়া এই ছবিতে রয়েছেন অভিনেতা নাগার্জুন(Nagarjuna) এবং অভিনেত্রী মৌনি রায়(Mouni Roy)। দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ও শাহরুখ খান (Shahrukh Khan) ছবির ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে। গল্পের চেয়ে তারকাদের অভিনয় বেশি প্রসংশিত হচ্ছে। আজও ছবির আয় অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *