গ্রাহকদের সুবিধার জন্য BSNL নিয়ে আসছে একাধিক সাশ্রয়ী প্ল্যান।

দেশের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি (Private Telecom Sector) তাদের রিচার্জের দাম বাড়াচ্ছে। এরফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষত যাদের বেশি দামের রিচার্জের প্রয়োজন নেই, তাদের একপ্রকার বাধ্য হয়ে বেশি দামে রিচার্জ করাতে হচ্ছে। তবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) একাধিক সাশ্রয়ী মূল্যে প্ল্যান চালু করেছে গ্রাহকদের জন্য। জেনে নিন আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে।

বিএসএনএল, জিও ও এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে বাজারে আনছে সাশ্রয়ী মূল্যের প্রিপেড প্ল্যান

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সর্বদা এয়ারটেল (Airtel ) এবং জিওর(Jio) সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন রিচার্জের প্ল্যান বাজারে আনে। এবারে গ্রাহকদের কথায় মাথায় রেখে বিএসএনএল ৯৪ টাকার প্রিপেড প্ল্যান নিয়ে আসলো। এই রিচার্জ প্ল্যানটির নাম এসটিভি ৯৪ (BSNL’s Rs 94 STV )। আপনারা জানেন যে টেলিকম সংস্থা জিও খুবই কম মূল্যে গ্রাহকদের জন্য বিভিন্ন প্ল্যান নিয়ে আসে। জিওর সঙ্গে পাল্লা দিয়ে এবারে বিএসএনএলও সস্তা মূল্যের প্ল্যান গ্রাহকদের জন্য আনলো।

বিএসএনএলের নতুন প্ল্যানে কী রয়েছে

বিএসএনএল এর এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন 3GB আনলিমিটেড ডেটা। এর সাথে পাবেন ১০০ মিনিট ফ্রী কলিং পরিষেবা, যা আপনি বিএসএনএল ছাড়া অন্য নেটওয়ার্কে কল করলে এই মিনিট ব্যাবহার করতে পারবেন। অন্যদিকে বিএসএনএল থেকে বিএসএনএল-এ ফ্রী কলিং পরিষেবা।

১০০ মিনিট কলিং পরিষেবা শেষ হলে, তারপর থেকে কলিংয়ের জন্য প্রতি মিনিটে ৩০ পয়সা কাটবে কোম্পানি। এছাড়া এই প্ল্যানে ৬০ দিনের জন্য ফ্রী কলার টিউন (Free Caller Tune) পরিষেবা পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা ৭৫ দিন। অন্যদিকে বিএসএনএল কোম্পানির ৭৫ টাকা মূল্যের আরেকটি প্ল্যান রয়েছে। যে প্ল্যানে আপনি ২ GB ডেটার সঙ্গে ১০০ মিনিট ফ্রী কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানের মেয়াদ ৫০ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *