নেটওয়ার্ক ছাড়াই করতে পারবেন কল এবং এসএমএস, নতুন ফিচার আনল ইনফিনিক্স।

মোবাইলে নেটওয়ার্ক না থাকলে কল করা বা এসএমএস করার মত সুবিধা আমরা নিতে পারি না। দুর্গম স্থানেও নেটওয়ার্ক না থাকার কারণে কল করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে অনেককেই বিপদের মুখে পড়তে হয়। তবে সম্প্রতি ইনফিনিক্স সংস্থা এমন একটি টেকনোলজি আবিষ্কার করেছে যেখানে নেটওয়ার্ক না থাকলেও কল এবং এসএমএস এর সুবিধা নিতে পারবেন আপনারা।

ইনফিনিক্স এনেছে নতুন স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি। যেখানে স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করেই আপনার ইন্টারনেট ছাড়াই কল এবং এসএমএস করতে পারবেন। Infinix Zero 30 5G ফোনের প্রোটোটাইপ ব্যবহার করে সম্প্রতি এই Explorer Satellite Communication Technology -এর ডেমো দেখানো হয়েছে।

নতুন এই মোবাইলটি লঞ্চের পাশাপাশি নতুন স্যাটেলাইট কমিউনিকেশন সলিউশনের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ইনফিনিক্স সংস্থা। জানানো হয়েছে নতুন এই প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিকূল পরিবেশেও ব্যবহারকারীরা মেসেজ এবং ভয়েস কল করতে পারবেন। তাছাড়া দুর্গাম অঞ্চল, যেখানে নেটওয়ার্ক পাওয়া বাস্তবেই কঠিন, সেখানেও আপনারা কল এবং এসএমএস এর সুবিধা নিতে পারবেন।

নতুন এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি নির্ভরযোগ্যতা, দক্ষত ও ক্যাপাসিটি ভিত্তিক বেশ কয়েকটি সুবিধা প্রদান করবে। প্রতিকূল পরিবেশেও নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি বজায় রাখবে এই পরিষেবা। ইন্টারনেট অফ থিংস লো আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এই পরিষেবা তৈরি করা হয়েছে। একটি কার্য করবেন সিস্টেমের আর্কিটেকচারো তৈরি করা হয়েছে যেটি ব্যবহার করে অত্যন্ত দ্রুতগতিতে মেসেজ পাঠাতে পারবেন। এই পরিষেবা ব্যবহার করে আপনারা প্রত্যেক সেকেন্ডে একটি করে মেসেজ পাঠাতে পারবেন।

২০২৪ সাল থেকেই নতুন এই প্রযুক্তির রোল আউট করা হবে, সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী দিনে বিশ্বব্যাপী নতুন এই পরিষেবাটির পরিচিত করাতে চলেছে সংস্থাটি। নতুন এই পরিষেবা লঞ্চের ফলে বিভিন্ন দুর্গম স্থান থেকেও কল করা যাবে। ফলে বিভিন্ন দুর্গা মাঞ্চলে বিভিন্ন উদ্ধারকারী দল এবং বিপদে পড়া ব্যক্তিদের মধ্যে কমিউনিকেশন করতে অনেকটাই সুবিধা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *