“আমাদের গেছে যে দিন. একেবারেই কি গেছে,. কিছুই কি নেই বাকি?” হয়ত পুরাতন প্রেমের ক্ষেত্রে প্রায়শই এমন প্রশ্ন নাড়া দিয়ে ওঠে যে কোনও প্রেমিক হৃদয়ের অন্তরে। সেই প্রেমের এক ব্যর্থ পরিসমাপ্তির ক্ষত যেন, অনেকদিন ধরে বয়ে নিয়ে যাওয়াই ভবিতব্য হয়ে ওঠে। ঠিক যেমন হয়েছে ‘লাভ ম্যারেজ’ (Love Marriage) ছবিটিতে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত চরিত্র দুটির ক্ষেত্রে। কোনও এককালে প্রণয়ের সম্পর্ক থাকলেও, বিচ্ছেদই হয়ে ওঠে তাঁদের পরিণতি। পরবর্তীতে তাঁদের সন্তানদের মধ্যেই ঘটনাক্রমে তৈরী হয় প্রেমের সম্পর্ক। কিন্তু তথাকথিত পাত্র পাত্রীর বাবা মা হয়েও কি, নিজেদের ক্ষেত্রে নির্লিপ্ত থাকবেন তাঁরা? নাকি জড়িয়ে যাবেন পুরাতন স্মৃতির জালে? কখনও কি সাহস করে তাঁরা একে অপরকে বলে উঠবেন ‘আছো কেমন?’ (Acho kemon) এমনই এক প্রেক্ষাপট ফুটে উঠেছে প্রেনেন্দু বিকাশ চাকীর ছবি (Premendu Bikash Chaki) ‘লাভ ম্যারেজ’ এ।
ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। যদিও তাঁদের মধ্যকার পরিস্থিতির নিয়ন্ত্রক তাঁদের বাবা মা। অঙ্কুশের বাবার চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং ঐন্দ্রিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। ছবির ট্রেলারে গল্পের আভাস প্রকাশ পেয়েছিল। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত চরিত্রের মধ্যে সব ঠিক থাকলেও, জটিলতা সৃষ্টি হয় তাঁদের বাবা এবং মায়ের পরিচয় পর্বে। তাঁরা শুধুই দু পক্ষের অভিভাবক নন, তাঁরা পূর্বের পরিচিত। বলা বাহুল্য, তাঁদের মাঝে ছিল প্রেমের সম্পর্ক। মাঝে কেটে গেছে দীর্ঘ সময়। কিন্তু পূর্বের সকল অভিমান ভুলে, এক মিষ্টি মধুর সম্পর্কই গড়ে উঠেছে বর্তমানে তাঁদের।
কলকাতার অলি গলিতে একে অপরের হাত ধরে হাঁটা থেকে, একসঙ্গে পূর্বের স্মৃতি রোমন্থন করার মত নানা আবেগী দৃশ্যে ভরাট হয়ে উঠেছে ‘আছো কেমন?’ গানটি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর দরদী কণ্ঠে গানটি আরও প্রানবন্ত হয়ে উঠেছে। আগামী ১৪ এপ্রিল সুরিন্দর ফিল্মসের (Surinder Films) প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘লাভ ম্যারেজ’।