বাঙালি মাত্রেই ভোজনপ্রিয় ও ভ্রমণপ্রিয়! প্রিয় ঘোরার জায়গা মানেই বাঙালি একসুরে বলবে ‘দীপুদা’! অর্থাৎ, ‘দিঘা’, ‘পুরী’, ‘দার্জিলিং’! সামনেই বড়দিনের টানা ছুটি পড়তে চলেছে আবার কিছুদিন আগেই পুজো গেলো আর পুজো মানেই ভালোমতই খরচ গেছে। অন্যদিকে সময়ও কম তাই টিকিটের ঝক্কি সামলানোর মতোনও অবস্থা নেই। তাই আমি এসেছি আজ আপনাদের এমন কিছু ‘ভ্রমণস্থল’-এর খোঁজ দিতে যেগুলিতে খরচও কম পড়বে আবার মনেও ভরপুর তৃপ্তি আসবে!
পাহাড়ের প্রতি এক আলাদাই ভালোবাসা কাজ করে সবার। তাই সবার প্রথমে পাহাড় নিয়েই শুরু করা যাক!
১.নামচি(Namchi)– দক্ষিণ সিকিমের ৪৪০০ ফুট উচ্চতায় থাকা ‘নামচি’ (Namchi) আপনাকে সত্যিই মুগ্ধ করার ক্ষমতা রাখে। এখানে গেলে ফাউ হিসেবে কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha) সহ অন্যান্য পর্বতশৃঙ্গের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও যেতে পারেন ‘চারধাম’; যেখানে কেদারনাথ, বদ্রিনাথ, রামেশ্বরম, দ্বারকা, গঙ্গোত্রী ইত্যাদি মন্দিরের সুন্দর রেপ্লিকা (Replica) তৈরি হয়েছে বৃহৎ এলাকা জুড়ে। এছাড়াও আছে। এছাড়াও ১০৮ ফুট উঁচু বিশাল আকৃতির এক শিবমূর্তি, সাঁইবাবার মন্দির আছে যা দেখে চোখ স্বার্থক করাই যায়। থাকা-খাওয়ার নানারকম সুযোগ আছে মাত্র ১০০০টাকা থেকে শুরু করে। কী ভাবছেন? যাওয়া যেতেই পারে তাইনা!
২. কসোল(Kasol)– পাহাড় নিয়ে কথা হচ্ছে আর হিমাচলপ্রদেশের ছোট্ট জায়গা ‘কসোল’ (Kasol) নিয়ে কিছু বলবোনা সেটা তো হতেই পারে না! প্রায় গোটা বিশ্বের অন্যতম প্রিয় জায়গা এটি। ‘পার্বতী’ নদীর উপত্যকায় অবস্থিত ছোট্ট একটি জনপদ এই ‘কসোল'(Kasol)! যাঁরা ‘ট্রেকিং’ (Trekking) করতে ভালোবাসেন, তাদের জন্য উপযুক্ত জায়গা এটি। একদিকে হিমালয়ের সৌন্দর্য উপভোগের হাতছানি আবার অপরদিকে পার্বতী নদীর কুলকুল শব্দে ‘ওয়াটার স্পোর্টস'(Water Sports)-এর হাতছানি! খরচটাও কিন্তু সাধ্যের মধ্যেই! দিনপ্রতি ১০০০ থেকে শুরু খাওয়ার মানের উপর! জীবনে আবার রোমাঞ্চ পেতে ঘুরে আসাই যায় নাকি এই ক’দিনের ছুটিতে তাইনা!
৩. পুদুচেরি(Pondicherry)– পুদুচেরি বা পন্ডিচেরী (Pondicherry) হলো বাঙালির অন্য পছন্দ ‘সমুদ্রসৈকত’-এর জায়গা। এই জায়গায় আপনি ‘ফরাসি’ ছোঁয়া পাবেন। প্রথমে ফরাসিদের উপনিবেশ এই সুন্দর জায়গাটি এখনো সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসে ফরাসি ছাপ রেখেছে। ‘সোলো ট্রিপ’ (Solo Trip) বা একক ভ্রমণের শখ থাকলে অবশ্যই ঘুরে আসুন এখান থেকে। মধ্যবিত্তদের হাতের নাগালে থাকা খরচের মধ্যেই সমুদ্রসৈকত, চার্চ ও অসাধারণ সব রেস্তোরাঁয় ঘুরতে যেতে পারবেন একা হোক কি কোনো সঙ্গী নিয়ে।
৪.লুংলেই(Lunglei)– নাম শুনলেই বোঝা যাবে যে এটি একটি পাহাড়ি জায়গা। মিজোরামে (Mizoram) অবস্থিত অপরূপ আবহাওয়াতে মোড়া এই ছোট্ট শহরটি পাহাড়ি সৌন্দর্যের প্রতীক। খরচও হবে খুবই কম; মাত্র ৪০০০-৭০০০এর মধ্যেই। এর মধ্যেই থাকা-খাওয়া-ঘোরা সব পূরণ হবে আর সাথে অবশ্যই ‘মনের শান্তি ফ্রি’!
৫. জিভি(Jibhi)– কী নাম শুনে অচেনা লাগছে খুবই! সেটাই স্বাভাবিক যদিও কারণ সিমলা (Simla) থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরত্বে থাকা এই শান্ত জায়গার সম্পর্কে খুব কম মানুষই জানেন। এই জায়গায় কি আছে জানেন? উত্তরটা হলো,’অরণ্য’ অর্থাৎ অ্যাডভেঞ্চার (Adventure) প্রিয় বাঙালির ‘জঙ্গল’! ‘জিভি’র মূল আকর্ষণ হলো এর গহীন অরণ্য এবং সাথে বয়ে চলা জলপ্রপাত যাকে নাম দেওয়া হয়েছে ‘ত্রিপত’ (Tripoto)অথবা ‘হেভেন অফ আর্থ'(Heaven of Earth)! নাম শুনেই বুঝতে পারছেন যে আপনি কি পেতে চলেছেন এখানে গেলে! এরপরও আছে। মাত্র ৬ কিলোমিটার ট্রেক করলেই আপনি পৌঁছে যেতে পারবেন ‘সেরলসার লেক'(Serolsar Lake)-এ আর খরচও একদম নাগালের মধ্যেই। তাহলে আর দেরি কিসের! এখুনি ঘুরে আসুন ‘জিভি’ (Jibhi) থেকে।