এই গরমে রোজ ডাবের জল খাচ্ছেন? ত্বকের জন্যও উপকারী এই ডাবের জল তা কি জানেন? অনেক কাজ শুধুমাত্র এই ডাবের জলেই হয়ে যাবে। কিভাবে ব্যবহার করবেন দেখে নিন।
মুখর ময়েশ্চারাইজড করতে, মেকআপ তুলতে, বলিরেখা দূর করতে নারকেল তেল ব্যবহার করে থাকেন। তাহলে ডাবের জল দিয়ে ত্বকের পরিচর্চা কেন নয়? ডাবের জলের প্রাকৃতিক উপাদান রয়েছে, যা ত্বকের যত্ন নেয়, কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
ডাবের জলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের হাত থেকে আপনার ত্বককে রক্ষা করে। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। বয়সের ছাপ পরে না।
ডাবের জলে ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই দুই উপাদান সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক গঠনে সাহায্য করে। ডাবের জল মেখে আপনি ত্বকের ক্ষত নিরাময় করতে পারেন।
ডাবের জলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যাঁরা ব্রণর সমস্যায় ভোগেন, তাঁদের জন্য আদর্শ এই উপাদান। ডাবের জল মেখে কমিয়ে ফেলতে পারেন ব্রণ ও ব্রণর দাগ।
ডাবের জলের গুণে শুধু যে ব্রণ দাগ মিলিয়ে যাবে, তা নয়। ত্বকের উপর যে কোনও ধরনের দাগছোপ দূর করতে কার্যকর ডাবের জল। এমনকী চিকেন পক্সের দাগও মিলিয়ে দিতে পারে ডাবের জল।
ত্বকের মধ্যে সীমাবদ্ধ নেই ডাবের জলের উপকারিতা। যদি চুলে ডাবের জল স্প্রে করেন, তাতেও পাবেন একাধিক উপকারিতা। চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে ডাবের জল।
খুশকি, চুলকানি কমাতে চান? তাহলে রোজ স্ক্যাল্পে ডাবের জল মালিশ করুন। নিমেষে কমে যাবে। পাশাপাশি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। এতে চুল পড়ার সমস্যাও ধীরে-ধীরে কমে যায়। তাই দৈনন্দিন জীবনে ডাব রাখুন।