চলতি মাসে যানবাহন সম্পর্কিত নতুন নিয়মের গেরোয় বিপাকে সাধারণ মানুষ। জানুন বিস্তারিত।

চলতি মাসের নতুন যানবাহন সম্পর্কিত নিয়মে সমস্যায় সাধারণ মানুষ। বর্তমান সময়ে রাস্তায় দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই নতুন নিয়ম চালু করলো পরিবহন মন্ত্রী নীতিন গড়করি মহাশয়। ভীষণ সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। কী কী নিয়ম চালু হলো আসুন জেনে নেওয়া যাক।

যানবাহন সম্পর্কিত বেশ কিছু নিয়ম এনেছে সরকার। একনজরে দেখে নেওয়া যাক –


i) কোনো পেট্রোল চালিত গাড়ি ১৫ বছরের বেশি ও কোনো ডিজেল চালিত গাড়ি ১০ বছরের বেশি ব্যবহার করা যাবেনা। এইসব ধরনের গাড়িতে দূষণ বেশি হয়, সেই কারণেই এই নয়া নিয়ম। ইতিমধ্যেই এই কারণে অনেক গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।


ii) গাড়ির মডেটাইজেশনেও নিয়ম আনা হচ্ছে। বিস্তারে বলি! অনেকেই আছেন যাঁরা নিজের শখের গাড়িকে সুন্দর ভাবে সাজাতে ভালোবাসেন। সেই জন্য তাঁরা গাড়ির সাইলেন্সর নতুনভাবে সাজান। কিন্তু এইসব সাইলেন্সরে শব্দ বেশি হয় অর্থাৎ শব্দদূষণ ঘটে তাই এই ধরনের সাইলেন্সর ব্যবহার করা গাড়িকে আটক করা হবে।


iii) সুন্দরভাবে সাজাতে গিয়ে অনেকে নিজের গাড়ির নম্বর ঢেকে ফেলেন। এইক্ষেত্রে জানানো হয়েছে যে, গাড়ির নম্বর পরিষ্কার ভাবে স্পষ্ট বোঝা না গেলে সেই গাড়ি আটক করা হবে ও চালককে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। জরিমানা অমান্য করলে পুলিশ চাইলে সরাসরি আপনার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিতে পারে! এই নিয়মগুলি মাথায় রেখে তবেই আপনার প্রিয় গাড়িটি নিয়ে পা বাড়াবেন বাড়ির বাইরে নতুবা আপনি সমস্যার শিকার হতে পারেন। এইবারে সরকারের তরফ থেকে বেশ কড়াকড়ি দেখা দিতে পারে যে কারণে আইন থেকে পালাবার সুযোগ নেই। এছাড়া বাইকে দুজনের বেশি না চাপা, সবসময় গাড়ির সাথে জরুরি তথ্য বহন করা এসব সাধারণ নিয়ম অবশ্যই মাথায় রাখবেন। এই নিয়মের জন্য সবথেকে বেশি সমস্যা হয়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষদের।

Scroll to Top