D EL.ED.Exam: ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার অর্থাৎ আজ রাজ্য জুড়ে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের ডিএলএড পার্ট ওয়ান পরীক্ষা। পরীক্ষার সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। পরীক্ষার্থীরা পোশাকের মধ্যে করে মোবাইল বা অন্য কোনও গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্র ঢুকছেন কিনা তা পরীক্ষা করার জন্য কেন্দ্রগুলিতে অস্থায়ী তাঁবু পাঠাচ্ছে পর্ষদ।

এই তাঁবুর মধ্যে নিরাপত্তাকর্মীরা পরীক্ষা করবেন পরীক্ষার্থীরা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন কি না। সাধারণ ইলেকট্রনিক্স গেজেট বা অন্য কোনও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন কি না তা দেখার জন্য হাতেধরা মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। তবে এবার পরীক্ষাকে আরও নির্বিঘ্নে করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পর্যদের নির্দেশিকায় কী বলা হয়েছে? আসুন আমরা দেখে নিই:
১) যে সব পরীক্ষাকেন্দ্রে ১৫ জনের বেশি পরীক্ষার্থী সেখানে তিনটি হ্যান্ড মেটাল ডিটেক্টর থাকবে।
২) অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এমন কী পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেও অভিভাবকরা ক্যাম্পাসে যেতে পারবেন না।
৩) অ্যাডমিট কার্ড কোনও প্যাকেটে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারা যাবে না।
৪) Original Admit Card ও পরিচয়পত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। যদি পরীক্ষার্থীদের মধ্যে কেউ Original Admit Card টিকে আনতে ভুলে যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে তাঁকে বসার অনুমতি দেওয়া যাবে না।
৯) জলের বোতল স্বচ্ছ হতে হবে নচেৎ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পর্যদ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই DR বা Descriptive Roll পৌঁছে দেওয়া হয়েছে। তাতে সমস্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে পরীক্ষার্থীদের বিষয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *