গানে গানে সলিল-স্মরণে, দেবজ্যোতি মিশ্রর উদ্যোগে খুলবে অজানা জীবনের পাতা

বাংলা, তথা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম মধ্যমণি ছিলেন সলিল চৌধুরী। বাংলা, হিন্দি তো বটেই, সুরের জাদুতে মালায়লাম শ্রোতাকে মুগ্ধ করতেও তিনি ছিলেন অদ্বিতীয়। তাঁকে স্মরণ করেই সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র নিলেন এক সম্মানীয় উদ্যোগ। সলিল চৌধুরীর অসমাপ্ত আত্মজীবনীর নামে এক অনুষ্ঠান আয়োজন করলেন তিনি আগামী একুশে নভেম্বর। সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে, ত্রিগুনা সেন অডিটোরিয়ামে মাত্র দেড়শো টাকার বিনিময় আপনিও সাক্ষী থাকুন এক আলোকময় সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের।

Salil Chowdhury

সলিল চৌধুরীর অসমাপ্ত আত্মজীবনী, ‘জীবন উজ্জীবন’ তাঁর জীবনের এক বর্ণিল সংকলন। শৈশব থেকে যৌবনের প্রতি ধাপ যেমন সেখানে জীবন্ত, তেমনই আছে তাঁর রাজনৈতিক তথা সামাজিক দৃষ্টিভঙ্গির ছায়া। দেবজ্যোতি মনে করেন, এই যুগ অনেক ভেঙেচুরে আছে, অসহিষ্ণুতা যেন পরতে পরতে। এমন সময়ে, আলোর পথযাত্রী সলিল চৌধুরীর মত মানুষের খুব দরকার ছিল সমাজে। যিনি তাঁর সুর দিয়ে, প্রতিবাদী ভাষা আরোপ করতে পারবেন সমাজের দুর্নীতির বিরুদ্ধে।

দেবজ্যোতি মিশ্র ছাড়াও বিভিন্ন শিল্পী তাঁর শৈল্পিক গুনে সলিল চৌধুরীর উদ্দ্যেশ্যে সম্মান জ্ঞাপন করবেন। ত্রিগুনা অডিটোরিয়ামটি যাদবপুরে। বুক মাই শোতে পাবেন টিকিট। মেনে চলতে হবে কোভিডের করা বিধি নিষেধ। শরীর অসুস্থ থাকলে টিকিট কাটার ঝুঁকি নেবেন না। আবার এটিও মনে রাখতে হবে যে টিকিট একবার করা হয়ে গেলে তা বাতিল করা যাবে না। অনুষ্ঠান শুরুর কমপক্ষে আধ ঘণ্টা আগে nurdit গন্তব্যে পৌঁছতে হবে।

Dr Triguna Sen Auditorium

Scroll to Top