মাত্র একুশ বছরের তরতাজা প্রাণ। যাঁর এক “করুন” আর্তি মানুষের মুখে হাসি ফুটিয়েছিল বছর কয়েক আগে, সেই দেবরাজ প্যাটেল (Debraj Patel) সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন। বেশ কিছু বছর আগে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। দেবরাজ ছিলেন ইউটিউবার। তাই তাঁর ভিডিওয় ভালো কমেন্টের সঙ্গে নেতিবাচক কমেন্টও আসত। সেই নিয়েই এক ভিডিওয় দেবরাজ সরব হন। যেখানে তাঁকে দর্শকদের উদ্দ্যেশ্যে বলতে দেখা যায়, “ভাই বলে সম্বোধন করছি আপনাদের, দয়া করে খারাপ মন্তব্য করবেন না। মন থেকে দুঃখ হয়..”। মুহূর্তে ভিডিওটি ভাইরাল (Viral Video) হলেও, দেবরাজের আর্তিকে পরবর্তী ক্ষেত্রে ‘মিম টেমপ্লেট’ হিসেবে ব্যবহার করতে থাকেন নেটিজেনরা। এবং এর ফলেই দেবরাজের জনপ্রিয়তা বেড়ে যায় বিপুল পরিমাণে।
জনপ্রিয়তা পাওয়ার পর দিব্য মানুষের মনোরঞ্জন করে চলেছিলেন এই তরুণ ইউটিউবার। প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানের জন্য তাঁর কাছে ডাক আসত। তাঁর মজাদার বচন ভঙ্গি এবং কৌতুকরস মানুষকে বিনোদনে ভরিয়ে তুলত। অন্যান্য দিনের মতই ছত্তিশগড়ে একটি অনুষ্ঠানের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন দেবরাজ। ২৬ জুন দেবরাজ তাঁর বাইকে করে একটি শুটের জন্য রওনা দেন ছত্তিশগড়ের দিকে। রায়পুরের কাছে লাবানদিহর কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে নিজের বাইক থেকে ছিটকে পড়েন বছর একুশের দেবরাজ। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেন ইউটিউব ‘সেনসেশন’ দেবরাজ প্যাটেল।
তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ নেট মহল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, ভূপেস বাঘেল (Bhupesh Baghel) টুইট করে জানিয়েছেন, “যে মানুষটি তাঁর ভিডিও দ্বারা সকল ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন, তাঁর এই করুন পরিণতিতে আমরা শোকাহত। আমরা একজন তরুণ প্রতিভাবান শিল্পীকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়। ঈশ্বর তাঁর আত্মীয় পরিজনকে মানসিক শক্তি প্রদান করুন। ওম শান্তি।”