আপনার কী HDFC ব্যাংকে লোন আছে। তাহলে এটি আপনার জন্য দুঃখের খবর

বেসরকারি ব্যাংক গুলির মধ্যে দেশে এক নম্বরে রয়েছে এইচডিএফসি(HDFC)। তবে এবারে গ্রাহকদের জন্য খুবই দুঃখের খবর নিয়ে আসলো এই ব্যাংক৷ এক ধাক্কায় সমস্ত প্রকার ঋণের সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাংক। গত শনিবার সুদের হার বাড়িয়ে ছিল আইসিআইসিআই (ICICI) ও পাঞ্জাব ব্যাংক(Punjab Bank)। এবারে সেই পথেই হাটলো এইচডিএফসি ব্যাংক। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

একধাক্কায় বাড়লো সুদের হার

এইচডিএফসি ব্যাংক এমসিএলএই (MCLR) রেট ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো। ৮ই আগস্ট থেকে কার্যকর হয়ে গেল এই নিয়ম। এর ফলে গ্রাহকদের সহ্য করতে হবে বড় সর ধাক্কা। গাড়ি, বাড়ি, পার্সোনাল সব ধরনের লোনের ক্ষেত্রে EMI এর পরিমাণ বৃদ্ধি পাবে। এতদিন পর্যন্ত এইচডিএফসি ব্যাংকের এমসিএলএই ছিল ৭.৭০%। তবে এর পর তা বেড়ে দাঁড়ালো ৭.৮০ শতাংশে। মনে রাখবেন এটি একমাসের এমসিএলএই রেট। এমসিএলএই রেট(MCLR Rate) নিয়ে পরিষ্কার করে বললে দাঁড়ায়, এক মাসের ক্ষেত্রে ৭.৮০ শতাংশ, তিন মাসের ক্ষেত্রে ৭.৮৫ %, 6 মাসের ক্ষেত্রে ৭.৯৫ %, এক বছরের জন্য ৮.১০ %, দু,বছরের ক্ষেত্রে ৮.২০ % এবং তিন বছরের জন্য ৮.৩০ % এমসিএলএই রেট বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এটা নিয়ে তিন বার এমসিএলএই বৃদ্ধি করলো এইচডিএফসি ব্যাংক। এর আগে জুনের ৭ তারিখেও ৩৫ বেসিস পয়েন্ট এবং জুলাই মাসের ৭ তারিখ ২০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হয়েছিল।

রেপো রেট বাড়াল আরবিআই

৫ ই আগস্ট গত শুক্রবার আরবিআই ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস(RBI Governer Saktikanta Das) এমপিসি সভায় ০.৫০% রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই মতোই রেপো রেট বেড়ে বৃদ্ধি পেলে ৫.৪০% । চলতি বছরে প্রায় তিন বার রেপো রেট বৃদ্ধি করলো আরবিআই।
এর আগে মে মাসে রেপো রেট বৃদ্ধি করেছিল ০.৫০%। মে মাস থেকে এখনো পর্যন্ত মোট ১ ৪০% রেপো রেট বৃদ্ধি করলো আরবিআই। যার ফলে ব্যাংক থেকে নেওয়া সব ধরনের লোনের EMI বৃদ্ধি পাবে।

রেপো রেট কি ?

আরবিআই(RBI) দেশের ব্যাংক গুলিকে যে সুদের হারে ব্যাংক গুলিকে ঋণ দেয় তাকেই রেপো রেট(Repo Rate) বলে। আরবিআই দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রেপো রেট বৃদ্ধি করে থাকেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এটাই আরবিআই এর হাতে অন্যতম একটি পথ।

Scroll to Top