Earn Money Online: ঘরে বসেই ইনকাম করতে পারবেন মোটা অংকের টাকা, রইল কিছু উপায়।

যে সমস্ত ছেলে মেয়েরা এখন পড়াশোনার সাথে যুক্ত এবং কোনরকম চাকরি বা ব্যবসা করেন না, অথচ হাত খরচের প্রয়োজন হয় – তাদেরকে পরিবারের উপরে নির্ভরশীল থাকতে হয়। অনেকে পার্ট টাইম জব (Part time job) করে থাকেন, সে ক্ষেত্রে বাড়ির বাইরে থেকে কাজ করার জন্য বেশ কিছুটা সময় পড়াশোনার জন্য নষ্ট হয়।

অনেকের কাছেই বর্তমানে স্মার্টফোন আছে, কিন্তু স্মার্টফোন থেকে যে ইনকাম করা যায় সেটি অনেকেই জানেন না(Earn through smartphone)। আজকে আপনাদের জানাবো এমন কিছু উপায় যে গুলির মাধ্যমে আপনি অনলাইন থেকেই মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন

এই ম্যাট্রিক্স মেইল ডট কম(matrixmail.com):

২০০২ সালে এই ওয়েবসাইটটি শুরু হয়েছিল। এখানে আপনি ইমেইল পড়ার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করে ও টাকা উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন ৫০ থেকে ২৫ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন। প্রতিদিন এক ঘন্টায় ৩ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে এই অ্যাপে।

ইউটিউব(YouTube):
আপনার মধ্যে যদি কোন রকম ভালো ক্রিয়েটিভিটি থাকে তবে আপনি সেগুলির মাধ্যমে ভিডিও বানিয়ে টাকা উপার্জন করতে পারবেন। আপনার বানানো ভিডিও ইউটিউবে আপলোড করলেই ইউটিউব আপনার ভিউস এবং সাবস্ক্রাইবার অনুযায়ী টাকা দেয়। একজন সরকারি কর্মচারীর থেকেও ইউটিউবারদের উপার্জন মাসে বেশি হয়। স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি ভিডিও বানাতে পারবেন এবং সেখান থেকেই আপনি মাসে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ পাবেন।

মানি লাইভ ডট কম:
মানি লাইভ ডট কম একটি টাকা উপার্জন করার ওয়েবসাইট। এখানে আপনি ইমেইল পড়ে উপার্জন করতে পারবেন এবং বন্ধুদের ইনভাইট করে উপার্জন করতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য ৯৯ টাকা পাবেন এবং রেফার এর মাধ্যমে আপনার বন্ধুদের অ্যাকাউন্ট যদি আপনি তৈরি করে দিতে পারেন সেখানেও টাকা পাবেন। প্রতিটি মেইল করার জন্য আপনি ২৫ পয়সা থেকে 5 টাকা করে পাবেন এবং ১৫ দিন পর আপনাকে সমস্ত টাকা দিয়ে দেবে এই সাইট।

অ্যাফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing):

অ্যাফিলিয়েট মার্কেটিং হল অনলাইনে কোন কোম্পানির পণ্য ও প্রোডাক্ট সম্পর্কে প্রচার করা। এই কাজে কোন বিনিয়োগ নেই। আপনাকে আমাজনের মত কোন প্ল্যাটফর্মে রেজিস্টার করে সেখানকার পণ্যগুলোর প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়া মাধ্যমে। কোম্পানিগুলো তাদের পণ্যের মার্কেটিং এর জন্য মোটা টাকা অফার করে গ্রাহকদের।

অনলাইন সার্ভে(Online Survey):

অনলাইন সার্ভের মাধ্যমেও ভালোর অর্থ উপার্জন করতে পারবেন আপনি। বিভিন্ন ওয়েবসাইট তাদের বিভিন্ন পণ্যের সার্ভে করে থাকেন। সেখানে আপনার অভিজ্ঞতা অনুযায়ী সার্ভেটি সম্পূর্ণ করলে সেই কোম্পানি থেকে টাকা পেমেন্ট করা হয়।

ইনস্টাগ্রাম(Instagram):
উপার্জন এর জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম। এখানে আপনি আপনার পণ্যের ভালো ছবি ও ভিডিও বানিয়ে বিক্রি করতে পারেন। বহু মানুষ instagram শপিং ব্যবহার করে উপার্জন করছেন। প্রায় ১৩০ মিলিয়নের বেশি মানুষ instagram শপিং ব্যবহার করছেন বর্তমানে।

সেন্ডার আর্নিং ডট কম:
এই ওয়েবসাইটটিতে ইমেইল পড়ার জন্য আপনাকে এক ডলার বা ৭০ টাকa দেওয়া হয়। তবে আপনি যদি ছ মাস একাউন্ট না খোলেন তবে আপনার একাউন্টে নিষ্ক্রিয় করে দেয়া হবে। ২১০০ টাকা জমে গেলে তারপর আপনি টাকা তুলে নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *