ধারাবাহিকের তারকাদের নিয়ে দানা বাঁধে বলিউডে বৈষম্য! বিস্ফোরক মন্তব্য এরিকা ফার্নান্দেজের

এই মুহূর্তে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত নাম এরিকা ফার্নান্দেজ (Erica Fernandes)। অন্যান্য অভিনেত্রীদের মত মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও, এখন তিনি রুপোলি পর্দার জনপ্রিয় মুখ। ‘কুছ রঙ পেয়ারকে আয়সে ভি’ (Kuch Rang Pyar Ke Aise Bhi) খ্যাত এরিকাকে দেখা গেছে ‘কসৌটি জিন্দেগি কে’ (Kasautii Zindagii Kay) ধারাবাহিকের সিকুয়েলেও। সম্প্রতি ওটিটি মাধ্যমে (OTT Platform) তাঁর অভিষেক হয়েছে। একটি সাক্ষাৎকারে বলিউডের বৈষম্য নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য প্রকাশ পেয়েছে।

Erica Fernandes

‘দ্য হান্টিং’ (The Haunting) নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে (Short film) অভিনয় করেছেন এরিকা। আমাজন মিনি টিভিতে (Amazon Mini TV) ২১ এপ্রিল থেকে এটির সম্প্রচার শুরু হয়েছে। এরিকা এক সংবাদ মাধ্যমকে জানান, যেহেতু তাঁর অভিনয় সফর ধারাবাহিক দিয়ে শুরু, তাই বলিউডে নিজের অস্তিত্ব গড়ে তুলতে তাঁকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বিন্দুমাত্র সংকোচ না করেই তিনি জানান, বলিউড ইন্ড্রাস্ট্রি ধারাবাহিকের তারকা এবং চলচ্চিত্রের তারকাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে গেলে অনেক যোগাযোগ, মেলামেশা দরকার। এমনকী নিজের স্বচ্ছন্দ্যের বাইরে গিয়েও এমন কাজ করতে হয়, যা সমর্থন করেন না এরিকা।

ধারাবাহিক এবং চলচিত্রে অভিনয়ের প্রসঙ্গে তিনি মনে করেন, ধারাবাহিক এক টানা দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত হওয়ার দরুন সেখানকার চরিত্রদের সঙ্গে দর্শকের আত্মিক বন্ধন তৈরি হয়ে ওঠে! সবাই যেন একটি পরিবারের অংশই হয়ে ওঠেন। সে ক্ষেত্রে চলচ্চিত্রের চরিত্রদের প্রভাব হয় সাময়িক।

Erica Fernandes

দক্ষিণী ছবির সঙ্গেও বলিউডের বিষয়বস্তুর যে অনেক তফাৎ, সে কথাও অকপটে জানিয়েছেন নায়িকা। তাঁর বয়ানে, বলিউড বড্ড বেশি খোলামেলা, ঘনিষ্ঠ দৃশ্য নির্মাণের দিকেও বেশ মনোনিবেশ করে। অপরদিকে দক্ষিণী ছবিগুলি আলোকপাত করে বন্ধুত্বে, পারিবারিক সম্পর্কে, যেখানে শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সম্পর্ক প্রধান হয়ে ওঠে।

Erica Fernandes

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *