রিচার্জ করবেন একজন, আনলিমিটেড কল পাবেন পরিবারের সকলে। জিওর নতুন প্ল্যান সম্পর্কে জানুন।

যে সমস্ত পরিবারে একাধিক সদস্য রয়েছে, সেই সমস্ত পরিবারের সদস্যদের একটি সমস্যার কারণ হলো সকলের ফোনে আলাদা আলাদা রিচার্জ করা। বর্তমানে ন্যূনতম রিচার্জের মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে, তার দরুণ একাধিক সদস্যযুক্ত পরিবার গুলিতে রিচার্জ করতে গেলে প্রত্যেক মাসে অনেক টাকা খরচ হয়ে যায়।

এই সমস্যা থেকে মুক্তি দিতেই সম্প্রতি রিলায়েন্স জিও সংস্থা একটি নতুন প্যাক এনেছে, যেখানে পরিবারের একজন রিচার্জ করলে বাকি সমস্ত সদস্যরা আনলিমিটেড কল এবং অন্যান্য বেশ কয়েকটি সুবিধা পেতে পারবেন মাস জুড়ে। রিলায়েন্স জিও টেলিকম সংস্থার পক্ষ থেকে বেশ কিছুদিন অন্তর অন্তর গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন রকম রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়। এখানে আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড এসএমএস, আনলিমিটেড কলিং সহ আরো একাধিক ফিচার থাকে।

পরিবারের সকলের জন্য একটি প্যাকের রিচার্জ এর এই প্যাকের নাম রাখা হয়েছে জিও ফ্যামিলি প্যাক। যেখানে একটি মাত্র রিচার্জের সাহায্যে পরিবারের সকল সদস্যরা উপকৃত হতে পারবেন। তবে একটি রিচার্জে সর্বাধিক চারজন যুক্ত হতে পারবেন।

৩৯৯ টাকা থেকে এই ফ্যামিলি প্যাক শুরু। এখানে আপনি তিনজনকে যুক্ত করতে পারবেন অর্থাৎ এক রিচার্জে মোট চারজন ব্যবহার করতে পারবেন। তাছাড়া ৬৯৯ টাকার একটি প্ল্যানেও এই প্যাকটি বৈধ। তবে পরিবারের সমস্ত সদস্যকে যুক্ত করার জন্য আলাদা আলাদা ভাবে 99 টাকা দিতে হবে। একইভাবে এই রিচার্জ প্লানও মোট চার জন ব্যবহার করতে পারবেন।

এই রিচার্জ প্লানে আরো একটি বড় সুবিধা রয়েছে। যেটি হল একটি রিচার্জে যদি মোট চারটি সিম চালানো হয় তাহলে আপনাকে মোট ৯০ জিবি ইন্টারনেট দেওয়া হবে এবং এই ইন্টারনেট আপনি একাই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি পরিবারের আরও তিনজন সদস্যকে জুড়তে পারেন তাহলে তিনজনের জন্য অতিরিক্ত ৯০ জিবি ডাটা আপনি পাবেন।

এই প্যাকটি রিচার্জ এর ফলে পরিবারের সদস্যরা আরো কাছাকাছি আসবেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *