Facebook Video Downloader: কিভাবে ডাউনলোড করবেন ফেসবুকের ভিডিও? রইল উপায়।

এখনকার দিনে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্ট ফোন মানেই তাতে রয়েছে বিভিন্ন অ্যাপস, তার মধ্যে অন্যতম একটি অ্যাপ হলো ফেসবুক। এখনকার দিনে ফেসবুকে একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।

বেশিরভাগ মানুষই দিনের অধিকাংশ একটা সময় ফেসবুকেই ব্যয় করে । ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করা, লাইক, কমেন্ট করা, ভিডিও দেখা, রিল দেখা ইত্যাদি অনেক কাজে বেশ অনেকটাই সময় ব্যয় হয়ে যায় প্রত্যেকদিন।

অনেক সময় আমরা ফেসবুকে এমন কোন ভিডিও দেখি, যেটি আমাদের ফেসবুকের বাইরে অন্য কোন প্লাটফর্ম যেমন instagram, whatsapp এ শেয়ার করতে ইচ্ছা হয়। বা কখনো কোনো বন্ধুকে পাঠাতেও ইচ্ছা হয়। তবে ফেসবুকের ভিডিও সরাসরি ফেসবুক থেকে ডাউনলোড করার কোন রকম অপশন নেই। এজন্য অনেকেরই সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে, গুগলে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট আছে যেখান থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনারা।

কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন?

প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন , সেই ভিডিওটিতে ঢুকে ডানদিকে থ্রি ডট অপশন থেকে ভিডিও টির লিংক কপি করে নেবেন।

এরপর বিভিন্ন ফেসবুক ভিডিও ডাউনলোড ওয়েবসাইটগুলোতে ঢুকে, সেই লিংকটি পেস্ট করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।

নিচের রইল এমন কয়েকটি ফেসবুক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট, যেগুলি থেকে আপনারা সহজেই ফেসবুকে যে কোন রকম ভিডিও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

১. https://fdown.net

২.https://snapsave.app

৩.https://en.savefrom.net : এখান থেকে শুধুমাত্র ফেসবুকেরই নয় , ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য বেশ কয়েকটি প্লাটফর্ম এর ভিডিও সরাসরি ডাউনলোড করতে পারবেন আপনারা।

৪. https://fdownloader.net

৫.https://fsave.io

৬. https://www.getfvid.com

তবে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন, সেটির প্রাইভেসি যেন পাবলিক করা থাকে। না হলে এই ওয়েবসাইটগুলি থেকে আপনারা সেই ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *