দিন কয়েক আগে শুরু হয় তাঁর ছবির কাজ। শুটিংয়ের আগেই ‘প্রধান’ ছবিটির আলোচনা ছিল সকলের মুখে মুখে। কিন্তু সেই ছবির শুটিংয়ের মাঝেই ঘটল বিপত্তি। জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন খোদ ‘প্রধান’ অভিনেতা দেব। সেই খবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
দেব তাঁর এই আসন্ন ছবি ‘প্রধান’ এ এক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে খাকি পোশাক পরিহিত একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, যে ছবিতে কোনও মুখ দৃশ্যমান ছিল না। কেবল ছিল সৎ এবং সত্যের পথ অবলম্বনকারী সেই পুলিশ অফিসারের নাম, ‘ দীপক প্রধান’। কিন্তু শুটিংয়ের কদিনের মাথাতেই জ্বরে কাবু অভিনেতা। স্ক্রিপ্ট হাতে ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘প্রধান’ ছবিটি ভয়কে জয় করার। তাই ‘ফিয়ার’ অর্থাৎ ভয় না থাকলেও, ‘ফিভার’ অর্থাৎ জ্বরে আক্রান্ত তিনি।
প্রায় চোদ্দ বছর আগে বাংলা ছবির ইন্ড্রাস্ট্রি যখন একঘেয়েমির বাতাবরণে অস্তিত্ব সংগ্রামে লড়ছিল, সেই সময় বাংলার যুবগোষ্ঠীকে হলমুখী করে তোলেন দীপক অধিকারী। রুপোলি দুনিয়ার খাতিরে রাতারাতি তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় দেব। অভিনয়ের দিক দিয়ে সেই রূপ দক্ষতা না দেখালেও, নাচে এবং তাঁর কমেডি টাইমিং এ মজে ওঠেন আপামর বাঙালি। প্রায় একটানা ‘টিপিকাল’ মূল ধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করে গেছেন দেব। কিন্তু সম্প্রতি কয়েক বছরে, নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার যাত্রাপথে অগ্রসর হয়েছেন সকলের ভালোবাসার ‘টনিক’। এই পথ সহজ ছিল না। ‘যোদ্ধা’ র মত অতিক্রম করেছেন সকল ‘চ্যালেঞ্জ’ কে। যুবগোষ্ঠী ছাড়াও, প্রায় সকল বয়সী বাঙালির ‘কাছের মানুষ’ হয়ে উঠেছেন দেব।
‘প্রধান’ ছবিটিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন টেলি দুনিয়ার ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটবে তাঁর। এছাড়াও এই ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরান ব্যানার্জী, মমতা শঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক প্রমুখকে।