গুগলে (Google) বিভিন্ন ফাইল সংরক্ষণ করে রাখার জন্য ক্লাউড পরিষেবা ব্যাবহার করা হয়ে থাকে। যার ফলে সহজেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য অ্যাক্সেস করা যায়। এখন সকলেই স্মর্টফোন ব্যাবহার করেন। আর স্মার্টফোন ব্যাবহার করতে গেলেই গুগলে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। অপনার গুরুত্বপূর্ণ তথ্য ও ফাইল গুলো আপনি গুগলে সংরক্ষণ করে রাখতে পারেন। এর জন্য গুগল ১৫ জিবি স্টোরেজ দিয়ে থাকে। তবে বেশির ভাগ মানুসের ক্ষেত্রে এই স্টোরেজ যথেষ্ট নয়। এই কারণে গুগল ওয়ার্কস্পেসের স্টোরেজ (Google Increases Workspace Storage) বাড়ানো হয়েছে। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
গুগল গুগল ড্রাইভে (Google Drive) বিভিন্ন ফাইল থেকে শুরু করে ছবি ভিডিও সংরক্ষিত করে রাখার জন্য ১৫ জিবি টোরেজ দিয়ে থাকে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই স্টোরেজ যথেষ্ট। কেননা পাঠ্য ফাইল এবং স্প্রেডশিটগুলি খুব বেশি জায়গা নেয়না। কিন্তু যারা মূলত সংগীত, ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে চান, তাদের জন্য এটি যথেষ্ট নয়। আপনি কি গুগল স্টোরেজের কমতি অনুভব করছেন। তাহলে জেনে নিন গুগল ক্লাউড স্টোরেজ (Google Cloud Storage) বাড়াতে চলেছে।
সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস সম্পর্কে কিছু জরুরি তথ্য উঠে এসেছে। গুগল ওয়ার্কস্পেস পূর্বে জি স্যুইট নামে পরিচিত ছিল। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লাউড স্টোরেজ ইমেল পার্সোনালাইজ়েশনে অ্যাডভান্স। এবার এই গুগল ওয়ার্কস্পেস স্টোরেজ বাড়ানো হলো। আগেই স্টোরেজ ছিল ১৫ জিবি। তা বাড়িয়ে ১টিবি স্টোরেজ করা ( Increases 1TB Storage From 15GB) হলো। এ নিয়ে ওই সংস্থা জানিয়েছে, “এখন আপনি ১০০ ফাইল টাইপ ড্রাইভে স্টোর করতে পারেন, যার মধ্যে রয়েছে PDF, CAD ফাইল এবং ছবি, যা আপনি খুব সহজেই কোলাবরেট করতে পারেন এবং কনভার্ট না করেই মাইক্রোসফট অফিস ফাইলে এডিট করতে পারেন।”
যে সমস্ত ব্যাক্তির ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট রয়েছে, তাদের অ্যাকাউন্ট শীঘ্রই ১৫জিবি থেকে ১টিবিতে আপগ্রেড হবে। এটি নিরাপদ ক্লাউড স্টোরেজ হতে চলেছে। গুগল তার ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে। কোম্পানি আরো জানিয়েছে যে, প্রতিটি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই আপগ্রেডটি হবে। এর জন্য ব্যবহারকারীকে কিচ্ছু করতে হবে না। সম্পূর্ন বিনামূল্যে পেয়ে যাবেন এই স্টোরেজ।