জেনে নিন সম্প্রতি OTT Platform এ মুক্তি পেয়েছে নতুন কোন কোন ছবি

টিভি ছেড়ে এখন সকলে ওটিটি প্ল্যাটফর্মে বিনোদন দেখতে ভালো বাসেন। এই সপ্তাহে বেশ কিছু সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যা আপনার উইকেন্ডটাকে সুন্দর করে তুলবে। কোন কোন সিরিজ মুক্তি পেল এই সপ্তাহে? আজকের প্রতিবেদনে এ নিয়েই জানবেন। চলুন চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ৫টি সেরা ওয়েবসিরিজ (5 Best Webseries Release In This Week) সম্পর্কে জেনে নিন।

১) কান্তরা (Kantara)
চলতি বছরের ২২সে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল ছবি। এটি একটি কন্নড় অ্যাকশন থ্রিলার ফিল্ম। বক্সঅফিস থেকে রেকর্ড পরিমান আয় করেছে ছবিটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল কান্তরা। এটি আমজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। প্রসঙ্গত, ঋষভ শেট্টি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক নিজেই।

২) খাকি : দ‍্য বিহার চ্যাপ্টার (Khakee:The Bihar Chapter)
খাকি : দ‍্য বিহার চ্যাপ্টার সিরিজটির পরিচালক ও লেখক নিরাজ পান্ডে। ছবিটি ওটিটি প্লাটফর্ম নেটফিলক্সে মুক্তি পেয়েছে । এটি একটি পুলিশ-ক্রিমিনাল ড্রামার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। অ্যাকশন, ড্রামার পাশাপাশি থাকছে টুইস্টও। এই সিরিজে অভিনয় করেছেন কারণ টাকের, রাবি কিষান, আশুতোষ রানা সহ আরো ওএনক কলাকুশলী। সিরিজের প্রথম এপিসোড মুক্তি পেয়েছে গত ২৫সে সেপ্টেম্বর।

৩) গার্লস হোস্টেল ৩.০ (Girls Hostel 3.0)
ওটিটি প্লাটফর্মে আবার দেখা যাবে গার্লস হোস্টেল ৩.০। তৃতীয় সিজেনে নিয়ে হাজির হলো সোনি লিভ-এ। এটি একটি কমেডি-ড্রামা সিরিজ। যা আগের সিজেনে গুলির থেকেও বেশি মজাদার হতে চলেছে। রয়েছে অনেক টুইস্ট অ্যান্ড টার্নও। এতে দেখা যাবে, মেয়েদের দল একটি ট্যালেন্ট শো আয়োজন করতে চাইছে। তবে নানা বিরোধিতার মুখে পড়ে সেটি বাতিল হয়ে যায়।

৪) চুপ: রিভেঞ্জ অফ দ‍্য আর্টিস্ট (Chup: Revenge of the Artist)
কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। এবার ওটিটি প্লাটফর্ম জী ৫-এ দেখতে পাওয়া যাবে।
মুম্বাইয়ের এক সিরিয়াল কিলারকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। এটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ফিল্ম। এতে অভিনয় করেছেন সানি দেওল, অমিতাভ বচ্চন সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।

৫) লাস্ট ফিল্ম শো (Last Film Show)
লাস্ট ফিল্ম শো পরিচালনা করেছেন পান নালিন।
এটি ৯৫তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য মনোনীত হয়েছিল। এটি একটি ড্রামা ফিল্ম, যা গুজরাটি ভাষায় মুক্তি পেয়েছিল। ছবিটি নির্মিত হয়েছে ভাবিন রবারি নামের একটি 9 বছর বয়সী ছেলেকে ঘিরে। যে ছেলেটি গুজরাটের একটি ছোট্ট গ্রামে থাকে। এই ছবিটি এবার ওটিটি প্লাটফর্মে দেখতে পাবেন দর্শকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *