Flipkart এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Big Saving Days, IFFALCON 40 inch TV তে পাওয়া যাবে বিশেষ ছাড়ে। দেখে নিন অফার

ইকমার্স মার্কেট ফ্লিপকার্টএ ইলেকট্রনিক প্রোডাক্টের উপর বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি মোবাইল কেনার পরিকল্পনা নিয়ে থাকেন। তাহলে এই সময় নিতে পারেন। যদি আপনি স্মার্ট টিভি(Smart TV) নেওয়ার কথা ভাবছেন, অথচ দামের জন্য পিছিয়ে আসছেন তাহলে আর চিন্তার কোন কারণ নেই। IFFALCON এ 40 ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে আপনার সাধ্যের মধ্যে। দামে কম মানে বেশি, সাথে এক্সচেঞ্জ অফার(Exchange Offer) এবং ক্যাশব্যাকের(Cashback) মতো দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন। চলুন স্মার্ট টিভিটির দাম ও অফার সম্পর্কে জেনে নিন

দাম সাধ্যের মধ্যে, পেয়ে জবাব বিশেষ ছাড়

IFFALCON টিভির বাজার মূল্য(Market Price) নির্ধারিত হয়েছে 36,990 টাকা। তবে আপনি যদি এটি কেনেন 56 শতাংশ ছাড়ের সাথে 15,999 টাকায় পেতে পারেন। অনলাইন পেমেন্টের মাধ্যমে কিনলে রয়েছে ক্যাশব্যাক অফার। যেমন ধরুন আপনি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড(ICICI Bank Credit Card) ব্যাবহার করে পেমেন্ট করলে পেতে পারেন 10% পর্যন্ত ক্যাশব্যাক(CashBack)। অন্যদিকে কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের(Kotak Bank Credit Card) মাধ্যমে পেমেন্ট করলেও থাকছে 10% ছাড়। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের ব্যাবহার করলে 5 শতাংশ ক্যাশব্যাক অফার থাকবে।

IFFALCON TV

রয়েছে EMI এর বিশেষ সুবিধা

নগদ অর্থ দিয়ে iFFALCON 40 ইঞ্চি ফুল HD LED স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে না পারলে রয়েছে EMI এর বিশেষ সুবিধা। এই EMI শুরু হচ্ছে প্রতি মাসে 555 টাকা দিয়ে অর্থাৎ আপনি একেবারে অর্থ পরিশোধ না করতে পারলে আপনাকে মাসে মাসে 555 টাকা দিতে হবে টিভিটি নেওয়ার জন্য। এছাড়া থাকছে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারটি পান তবে টিভিটি নিতে আপনাকে মাত্র 4996 টাকা দিতে হবে। তাই এই দারুন সুযোগ আর হাতছাড়া করবেন না।

কি কি সুবিধা পাবেন এই টিভিতে

Netflix থেকে শুরু করে Disney+ Hotstar এবং Youtube এর মত OTT প্লাটফর্ম গুলি এই স্মার্ট টিভিতে রয়েছে। টিভিটিতে Android 12 ভার্সান ব্যাবহৃত হয়েছে। এতে Google Assistant এবং Chromecast সাপোর্ট পাবেন। টিভিটি 40-ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন সহ 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন যুক্ত। এর সাউন্ড আউটপুট 20W। এছাড়া রিফ্রেশ রেট 60Hz উপলব্ধ রয়েছে।

Scroll to Top