১০ হাজার টাকায় ১০৫ মেগা পিক্সেলের Realme’র ফোন, পাবেন আইফোন এর মত অনুভব।

অনেকেরই আইফোন ব্যবহার করার ইচ্ছা থাকে তবে বাজেটের কারণে সবার পক্ষে এই ফোনটি কেনা সম্ভব হয় না। আইফোন ব্যবহার করতে না পারলেও রিয়ালমির (Realme Mobile Under 10k) এই মডেলটি ব্যবহার করলে আপনি একদম আইফোনের মত ফিল পাবেন। ১০ হাজার টাকায় পেয়ে যাবেন ১০৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

রিয়ালমি কোম্পানির নতুন এই মোবাইলটির মডেলের নাম Realme C53 । এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৯০ হার্জ ডিসপ্লে এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ভারতের বাজারে এই মোবাইলটি দশ হাজার টাকারও কম দামে লঞ্চ করা হয়েছে।

চ্যাম্পিয়ন গোল্ডেন ও চ্যাম্পিয়ন ব্ল্যাক রঙে উপলব্ধ এই ফোনটি। দাম ৯৯৯৯ টাকা। এই দামে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এর থেকে বেশি স্টোরেজের মোবাইলটি কিনতে গেলে আর মাত্র এক হাজার টাকা বেশি খরচ করতে হবে। ৬ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজের মডেলটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা, যা ৯৯৯৯ টাকার থেকে ১০০০ টাকা বেশি।

রিয়াল মি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে Realme C53 মোবাইলটি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আপনারা।

Realme C53 ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫৬০ নিটস ব্রাইটনেস এবং ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। রয়েছে অক্টা-কোর ইউনিসোক টি৬১২ প্রসেসর যা ৬ গিগাবাইট পর্যন্ত RAM ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সাপোর্ট করে। এই মোবাইলটির স্টোরেজ(Mobile Storage) ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

সেলফি ক্যামেরার কথা বললে এই ফোনে রয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই ফোনটি আইফোনের পুরো মডেল থেকে অনুপ্রাণিত। তাই ফোনটি ব্যবহার করার সময় আপনি অনেকটা আইফোনের (Iphone) মত অনুভব করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *