কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক একাউন্ট খুলিয়ে কোনরকম প্রিমিয়াম ছাড়াই ২ লক্ষ টাকার বিমার সুবিধা দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক।
আপনি যদি প্রকল্পটির ব্যাপারে বিশদে জানতে চান তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে বিশদে জানানো হবে প্রকল্পটি সম্পর্কে। এরপর আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে বিনামূল্যে একাউন্ট খুলতে পারেন এবং দুই লক্ষ টাকা বীমার(2lakh bima) সুবিধার জন্য নিজের নাম নথিভুক্ত করতে হবে।
প্রত্যেকের উচিত জীবিত থাকাকালীন ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখা। ব্যাংক হোক বা পোস্ট অফিস, টাকা সঞ্চয় করে রাখতে গেলে প্রথমেই কিছু টাকা খরচ করতে হয়। অর্থাৎ একাউন্ট খুলতে গেলে ৫০০ থেকে ১০০০ টাকা দরকার হয়। এই কারণে দেশে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষরা ব্যাংক অ্যাকাউন্ট(Bank account) খুলতে পারেন না।
দারিদ্র্যসবার নিচে বসবাসকারী মানুষদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক বছর আগেই জনধন যোজনা প্রকল্প (Janadhan scheme) চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কোনরকম ব্যালেন্স ছাড়াই অ্যাকাউন্ট (Zero balance account) খোলার সুবিধা পাওয়া যায়।
জনধন প্রকল্প চালু হবার পর দেশের প্রায় ৪৭ কোটি মানুষ বিভিন্ন ব্যাঙ্কে বিনামূল্যে একাউন্ট খুলে তাদের সমর্থ্য অনুযায়ী টাকা সেভিং করেন। তবে অনেকেই হয়তো জানেন না যে যে সমস্ত গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে জনধান যোজনার একাউন্ট খুলেছেন তারা ব্যাংকের তরফ থেকে এককালীন ২ লক্ষ টাকার বীমা ও পেতে পারেন। শুধু তাই নয় ব্যাংক থেকে আরো অনেক সুবিধা দেওয়া হয় জনধন প্রকল্পের মাধ্যমে।
জনধন যোজনার মাধ্যমে প্রাপ্য বীমার পরিমাণ কত ও অন্যান্য সব সুবিধা গুলি কি কি?
১.এই প্রকল্পের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কোনো ব্যাংক একাউন্ট খুলে দুই লক্ষ টাকা পর্যন্ত বীমা lপাবেন।
২. আপনার জিরো ব্যালেন্স একাউন্টের বইতে আপনি সমর্থ্য অনুযায়ী টাকা জমা করতে পারবেন।
৩. জিরো ব্যালেন্স হওয়া সত্বেও কোনরকম চার্জ ছাড়াই বিনামূল্যে আপনাকে এটিএম কার্ড(free atm card) দেওয়া হবে এবং সঞ্চিত অর্থের উচ্চ সুদ দেওয়া হবে।
৪. সম্পূর্ণ বিনামূল্যে পাবেন নেট ব্যাঙ্কিং সুবিধা(Free net banking)
৫. জনধন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা(pm kishan) এবং পেনশনের সুবিধা ও পাবেন আপনি।।
৬. এই যোজনার মাধ্যমে গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের হাতে এককালীন ৩০ হাজার টাকা তুলে দেওয়া হবে।।
জনধন যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে?
নিকটবর্তী ব্যাংক একাউন্টে গিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে ব্যাংক একাউন্ট ওপেন করতে হবে।।
আবেদন করার সময় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে?
বয়স এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, দুই কপি পাসপোর্ট সাইজের ফটো, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট।